দুটো রোডম্যাপ ঘোষণা করা হলে দেশের চলমান রাজনৈতিক অস্থিরতা কেটে যাবে বলে মনে করেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। তিনি বলেন, ‘আমরা মনে করি, দুটো রোডম্যাপ ঘোষণা করা হলে তা কিছুটা কেটে যাবে। একটি সংস্কারে রোডম্যাপ, অন্যটি নির্বাচনের। দুটোই অনেক গুরুত্বপূর্ণ বলে আমরা মনে করি।’
শনিবার (২৪ মে) রাত সাড়ে ৯টায় প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনার সামনে সাংবাদিকদের এসব কথা বলেন জামায়াতের আমির।
তিনি বলেন, ‘আমরা যদি সংস্কার প্রক্রিয়াকে অর্থবহ সহযোগিতা করি, তাহলে একটি অর্থবহ সংস্কারের মধ্য দিয়ে একটি অর্থবহ নির্বাচন হতে পারে। আমরা সেই দিনগুলোর অপেক্ষায় আছি। যে অস্থিরতা দেখা দিয়েছিল, আপাতত দৃষ্টিতে তা কিছুটা কেটেছে—আমরা এর স্থায়ী নিষ্পত্তি চাই।’
জামায়াতের আমির বলেন, ‘আমাদের বিবেকের জায়গা থেকে যেটিকে আমরা উত্তম মনে করি, সে ব্যাপারে কাজ করতে আমরা দৃঢ়প্রতিজ্ঞ।’
আপনারা নির্বাচনের কোনো সময়সীমা বেঁধে দিয়েছেন কিনা; জানতে চাইলে তিনি বলেন, ‘সবাই নির্বাচন চায়। আমরাও নির্বাচন চাই। ‘বিএনপি বারবার বলছে যে তারা সংস্কারের বিরোধী না, তবে নির্বাচনের রোডম্যাপ চাচ্ছে। সেটা আমরাও চাই। আমরা কোনো সময় বেঁধে দিইনি ‘
‘আমরা দুটো সময়ের কথা বলেছি। যদি সংস্কার শেষ হয়ে যায়, তাহলে ফেব্রুয়ারির মধ্যভাগে (নির্বাচন) হতে পারে, আবার যদি সংস্কারের সময় লাগে, এরপপরই রোজা শুরু হয়ে যাবে। তাহলে রোজার পর নির্বাচন হতে হবে। এটাকে টেনে লম্বা করে কোনো সুষ্ঠু নির্বাচন করা যাবে না, আমাদের দেশের আবহাওয়া সেই সুযোগ দেবে না,’ যোগ করেন।
প্রধান উপদেষ্টা জবাবে কী বলেছেন, জানতে চাইলেন শফিকুর রহমান বলেন, ‘তিনি (ড. ইউনূস) গভীর মনোযোগের সাথে শুনেছেন। আমাদের এটা আস্থা হয়েছে, তিনি বিষয়টি ইতিবাচকভাবে নিয়েছেন।’
উপদেষ্টাদের পদত্যাগ ইস্যুতে জামায়াত আমির বলেছেন, ‘তারা কারও পদত্যাগ চাননি।’
আল