নতুন ঘর পেলেন সাফজয়ী বাংলাদেশ নারী ফুটবল দলের গোলরক্ষক রূপনা চাকমার পরিবার। বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) রূপনার মায়ের হাতে চাবি হস্তান্তর করেন রাঙামাটির জেলা প্রশাসক মিজানুর রহমান। দ্রুত সময়ে ঘর তৈরি করে দেয়ায় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন রূপনার মা।
ভূইয়াদাম গ্রামের জরাজীর্ন কুঁড়ে ঘরের জায়গায় গড়ে উঠেছে সেমিপাকা ঘর। এটা সম্ভব হয়েছে নারী ফুটবল দলের গোলরক্ষক রূপনা চাকমার কল্যাণেই।
সেপ্টেম্বরে সাফ জয়ের পর খুশি হয়ে রূপনা চাকমার বাড়িতে ঘর তৈরির নির্দেশ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনটি বেড রুম, একটি ড্রয়িং, ডাইনিং, কিচেন ও বাথরুমের একটি সেমিপাকা ঘর নির্মাণে ব্যয় হয়েছে ১৪ লাখ টাকা।
ঘর পাওয়ার পর সাংবাদিকদের সাথে কথা বলেন রূপনা চাকমার মা, কাল সোনা চাকমা। তিনি বলেন, আগে ভাঙা ঘরে থাকতাম, এখন নতুন ও সুন্দর ঘর পেয়েছি। আমি খুব খুশি। প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞ তিনি আমাকে এই ঘর দিয়েছেন।
রাঙামাটির জেলা প্রশাসক মিজানুর রহমান জানান, ৯২৫ বর্গফুট জায়গায় এই ঘর নির্মাণ করেছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর।
এফএম/দীপ্ত