প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটুক্তি, চিহ্নিত যুদ্ধাপাধী দেলোয়ার হোসাইন সাঈদীর মুক্তি চাওয়া পিরোজপুর বাস মালিক সমিতির সভায় সরকার বিরোধী বক্তব্য দেয়ার প্রতিবাদে মানববন্ধন করেছে পিরোজপুর জেলা বাস, মিনিবাস, কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন।
পিরোজপুর জেলা বাস, মিনিবাস, কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের আয়োজনে পিরোজপুর কেন্দ্রীয় বাস টার্মিনালের সামনের সড়কে ঘন্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। শনিবার (১০ জুন) বেলা সাড়ে ১১ টায় ঘন্টাব্যাপী এ মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা বাস ও মিনিবাস মালিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান ফুলু, জেলা শ্রমিক লীগের সভাপতি মজনু তালুকদার, জেলা বাস ও মিনিবাস মালিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক বাবুল হালদার, জেলা শ্রমিক ইউনিয়নের সভাপতি মো: হান্নান শেখ।
সভায় বক্তারা বলেন, এ বছরের ২৬ এপ্রিল বাস মালিক সমিতির সভাপতি জসিম উদ্দিন খান এর সভাপতিত্বে অনুষ্ঠিত বিশেষ সাধারন সভায় সরকার বিরোধী বক্তব্য দেয়া, জেলা বাস মালিক সমিতির সহ–সভাপতি আব্দুর রহমান মল্লিকের ফেইস বুক পোস্টে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটুক্তি করায় এবং চিহ্নিত যুদ্ধাপাধী দেলোয়ার হোসাইন সাঈদীর মুক্তি চাওয়ার তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে বর্তমান কমিটি বিলুপ্ত করে সভাপতি সহ সকলকে আইনের আওতায় এনে বিচারের দাবি করেন।
কবির হোসাইন / আল/দীপ্ত সংবাদ