আফগানিস্তান টেস্টের চতুর্থ দিনের প্রথম সেশনেই জয়ের সুবাতাস পাচ্ছে বাংলাদেশ। সফরকারীদের ৫ উইকেট ধসিয়ে দিয়ে জয়ের থেকে খানিক দূরে টাইগাররা। ৬৬২ রানের টার্গেট দিয়ে তৃতীয় দিন ২ উইকেট তুলে নিয়েছিল লিটন কুমার দাসের নেতৃত্বাধীন দল। চতুর্থ দিন নিল আরও ৩ উইকেট।
চতুর্থ দিন ২টি উইকেট নিয়েছেন শরিফুল ইসলাম। অন্যটি এবাদত হোসেন। এদিন প্রথম আঘাত হানেন এবাদত। তার শিকার হয়ে ৬ রানে প্যাভিলিয়নে ফেরেন নাসির জামাল। এরপর ৬ রানে আফসার জাজাই ও ৭ রানে শরিফুলের শিকার হন বাহির শাহ।
মিরপুর টেস্টের তৃতীয় দিন ৪ উইকেটে ৪২৫ রানে দ্বিতীয় ইনিংস ঘোষণা করেছিল বাংলাদেশ। তাতে ৬৬২ রানের বিশাল টার্গেট পায় সফরকারী দল। এদিন সেঞ্চুরি খরা কাটান দেশের একমাত্র টেস্ট স্পেশালিস্ট ব্যাটার মুমিনুল হক।
মুমিনুলের মতো এ ইনিংসে সেঞ্চুরি করেছেন নাজমুল হোসেন শান্ত। আগের ইনিংসে ১৪৬ রান করা ব্যাটার এ ইনিংসে করেন ১২৪ রান। লিটন কুমার দাসের ব্যাট থেকে আসে ৬৬ রান। রানআউটের শিকার হওয়া জাকির হাসান করেন ৭১ রান। আফগানদের হয়ে ২ উইকেট পান জহির খান। একটি উইকেট নেন আমির হামজা।
এর আগে প্রথম ইনিংসে ৩৮২ রান করেছিল টাইগাররা। শান্তর সেঞ্চুরির পাশাপাশি ৭৬ রান করেন মাহমুদুল হাসান জয়। বাকিদের মধ্যে মেহেদী হাসান মিরাজ ৪৮, মুশফিকুর রহিম ৪৭ ও মুমিনুল ১৫ রান করেন।
এমি/দীপ্ত নিউজ