প্রথম সেমিফাইনালে আজ রাত ১টায় ক্রোয়েশিয়ার মুখোমুখি হবে আর্জেন্টিনা। রোমাঞ্চের অলিগলি পেরিয়ে সেমিতে ওঠা আর্জেন্টিনার হলুদ কার্ড ও ইনজুরির সমস্যা আছে। তবে এসব সমস্যা থেকে মুক্ত কোয়ার্টারে ব্রাজিলকে হারানো ক্রোয়েশিয়া।
বিশ্বকাপে এরআগে চারবার সেমিফাইনাল খেলা আর্জেন্টিনা প্রতিবারই ফাইনালে উঠেছে। তবে এবারের ম্যাচ নিয়ে কিছুটা চাপে মেসির দল। কারণ কোয়ার্টার ফাইনালে নেদল্যারল্যান্ডসের বিপক্ষে ৯ জনের হলুদ কার্ড দেখা। এদের মধ্যে মার্কাস আকুনা এবং গঞ্জালো মন্টিলো সেমিতে খেলতে পারবেন না। কারণ তারা আগের ম্যাচেও হলুদ কার্ড পেয়েছিলেন।
এছাড়া চোট পাওয়া অ্যাঞ্জেল ডি মারিয়ার খেলাও নিশ্চিত নয়। যদিও ডাচদের বিপক্ষে তিনি শেষের ১০ মিনিট খেলেছেন। সেইদিক থেকে বেশ নির্ভার ক্রােয়েশিয়া। ফাইনালে ওঠার মঞ্চে কার্ড সমস্যায় নেই কোনো ফুটবলার। ইনজুরি নিয়েও কোনো দুশ্চিন্তা নেই তাদের।
ক্রোয়েশিয়া এ পর্যন্ত বিশ্বকাপে খেলেছে ছয়বার। এরমধ্যে দুইবার সেমিফাইনালে খেলা দলটি ২০১৮-তে প্রথমবারের মতো রানারআপ হয়। কোয়ার্টারে ব্রাজিলকে হারিয়ে দারুণ ছন্দে আছে লুকা মদ্রিচের দল।