টালিউড অভিনেতা দীপক অধিকারী দেব ও অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি অভিনীত সিনেমা ‘ধূমকেতু’ বহু প্রতীক্ষিত সিনেমা ‘ধূমকেতু’ অবশেষে মুক্তি পেয়েছে।
দীর্ঘ ৯ বছরের অপেক্ষার পর ১৪ আগস্ট সিনেমাটি প্রেক্ষাগৃহে আসে এবং প্রথম দিনেই কোটি টাকার গণ্ডি ছাড়িয়ে গেল সিনেমার বক্স অফিস কালেকশন।
বৃহস্পতিবার (১৪ আগস্ট) রাতে দেব তার ভেরিফাইড ফেসবুকে ‘ধূমকেতু’ সিনেমার একটি পোস্টার আপলোড করেন। সেখানে লিখা, ১ম দিনেই ২.১০ কোটি আয় ছুঁয়েছে সিনেমাটি।
ক্যাপশনে দেব লিখেন, ১০ বছরের পুরনো সিনেমা আজ ইতিহাস গড়লো।
এদিকে, শুভশ্রী একটি ছবি পোস্ট করে লিখেছেন, ‘বক্স অফিস শুধু কথা বলছে না, রীতিমতো গর্জন করছে। এই গর্জন উত্তরোত্তর বেড়েই চলেছে।’
রানা সরকার প্রযোজিত সিনেমা ‘ধূমকেতু’ হৃদয়স্পর্শী গল্পকে কেন্দ্র করে নির্মিত। এতে কেন্দ্রীয় প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন দীপক অধিকারী দেব ও শুভশ্রী গাঙ্গুলি। ২০১৩ সালে সিনেমাটির শুটিং শুরু হলেও তা শেষ হয় ২০১৫ সালে।
ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস প্রতিবেদন থেকে জানা যায়, বৃহস্পতিবার (১৪ আগস্ট) ‘ধূমকেতু’ মুক্তির দিন থাকায় ভোর ৭টা থেকেই হলমুখী হতে শুরু করে দর্শকরা। দীর্ঘ ৯ বছর পর দেব–শুভশ্রী অভিনীত সিনেমা দেখতে পাওয়ায় ভক্তরা উচ্ছ্বসিত।
এসএ