জুলাইয়ে মতিঝিল পর্যন্ত যাবে মেট্রোরেল। তবে বাণিজ্যিকভাবে চালু হবে নভেম্বর/ডিসেম্বরে। ১৬ এপ্রিল পর্যন্ত মেট্রোরেল থেকে আয় হয়েছে ৭ কোটি ৩৩ লাখ টাকা। সোমবার ( ১৭ এপ্রিল) সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছে, মেট্রোরেল কর্তৃপক্ষ।
দেশে মেট্রোরেলের স্বপ্নযাত্রা শুরু হয় গত ডিসেম্বরে। প্রথম ধাপে উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত ৯টি স্টেশন নিয়ে শুরু হয় এই যাত্রা। গত সাড়ে তিন মাসে ১৩ লাখ ৫৮ হাজার যাত্রী ব্যবহার করেছে এই আধুনিক ও আরামদায়ক গণপরিবহন। যা থেকে রাজস্ব আয় হয়েছে ৭ কোটি ৩৩ লাখ টাকা।
সোমবার সংবাদ সম্মেলনে মেট্রোরেল কর্তৃপক্ষ জানায়, চলতি বছরই মতিঝিল পর্যন্ত মেট্রোরেলের বাণিজ্যিক যাত্রা শুরু হবে। ‘ট্রায়াল রানের’ জন্য প্রস্তুত করা হচ্ছে স্টেশনগুলো। এতদিন ১০ মিনিট পরপর মেট্রোরেল চললেও, এ সময়ের পরিবর্তন আসছে।
মতিঝিল থেকে কমলাপুর অংশের কাজ জুলাইয়ের মধ্যে শতকরা ১০ ভাগ শেষ হবে। ২০২৫ সালে উত্তরা থেকে কমলাপুর পর্যন্ত ২১ দশমিক ৬ কিলোমিটার পথে মেট্রোরেল চলবে।
আল/দীপ্ত সংবাদ