ভারত সিরিজ শুরুর আগেই দুঃসংবাদ শুনতে হল বাংলাদেশ দলকে। কোমরের চোটের কারণে সিরিজের প্রথম ওয়ানডে থেকে ছিটকে গেছেন তাসকিন আহমেদ।
তাসকিনের জায়গায় ভারত সিরিজের স্কোয়াডে অন্তর্ভুক্ত হতে যাচ্ছেন শরিফুল ইসলাম। একই সঙ্গে শঙ্কা আছে তামিম ইকবালকে নিয়েও। ভারত সিরিজের আগে নিজেদের মাঝে ভাগাভাগি হয়ে প্রস্ততি ম্যাচ খেলতে নেমেছিল বাংলাদেশ দলের ক্রিকেটাররা। সেই ম্যাচে সেঞ্চুরি হাকালেও হাঁটুতে চোট পেয়েছেন তিনি।
পিঠের ব্যথার কারণে ৫০ ওভারের বিসিএলে শুধু প্রথম রাউন্ড খেলেছেন তাসকিন। এরপর বিশ্রাম নিয়েছেন কিছুদিন। মাঝে এক দিন মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে বোলিং করেছেন। কিন্তু কাল আবার জাতীয় দলের ক্রিকেটারদের মধ্যে ভাগ হয়ে খেলার প্রস্তুতি ম্যাচে ছিলেন না তাসকিন। জানা গেছে, কাল তিনি ব্যথানাশক ইনজেকশন নিয়েছেন।
আগামী ৪ ও ৭ ডিসেম্বর মিরপুরের শের-ই-বাংলা স্টেডিয়ামে প্রথম দুটি ওয়ানডে হবে। ১০ ডিসেম্বর তৃতীয় ও শেষ ম্যাচ চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে। পরে বাংলাদেশ-ভারত দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে চট্টগ্রাম ও মিরপুরে।