প্রথম আরব নারী মহাকাশচারী হিসেবে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার প্রশিক্ষণ কর্মসূচির আওতায় স্নাতক ডিগ্রি সম্পন্ন করেছেন নোরা আলমাতরুশি।
শৈশব থেকেই ভাবতেন মহাকাশ নিয়ে। অবাক বিস্ময় আর চাঁদে যাওয়ার স্বপ্ন নিয়ে কেটেছে নোরা আলমাতরুশির পুরোটা শৈশব। আর সেই স্বপ্ন পূরণের পথে এক ধাপ এগিয়ে গেলেন নোরা।
৩০ বছর বয়সী যন্ত্রপ্রকৌশলী নোরা ২০২১ সালে নাসার প্রশিক্ষণ কর্মসূচিতে অংশ নেন। সংযুক্ত আরব আমিরাতের মহাকাশ সংস্থা ইউইএসএ নোরাসহ দুজনকে বাছাই করে। দুই বছরের কঠোর পরিশ্রমের পর তিনি এখন দক্ষ মহাকাশচারী।
‘দ্য ফ্লাইস‘ নামে পরিচিত নোরার দল আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে (আইএসএস) নাসার মিশন, চাঁদে আর্টেমিস মিশন, এমনকি মঙ্গল অভিযানের জন্যও উপযোগী বলে জানা গেছে।
আরও পড়ুন: আবারও চাঁদে মার্কিন মহাকাশযান
সংযুক্ত আরব আমিরাতের নোরা আলমাতরুশি গণমাধ্যমকে জানিয়েছেন, মানবসভ্যতাকে আমি আগের চেয়ে আরও এগিয়ে নিতে চাই। আমি চাই, মানুষ আবার চাঁদে যাক এবং চাঁদের বাইরেও আরও কিছু করুক। আর আমি এ যাত্রার অংশ হতে চাই।’
উল্লেখ্য, নোরা নাসার প্রথম আরব নারী স্নাতক ডিগ্রিধারী হলেও একাধিক আরব নারী ইতোমধ্যে ব্যক্তি খাতে পরিচালিত মহাকাশযাত্রায় অংশ নিয়েছেন। তাদের মধ্যে রয়েছেন সৌদি আরবের বায়োমেডিকেল গবেষক রিয়ানাহ বার্নাবি। এছাড়া, ২০২২ সালে ব্লু অরিজিনের মহাকাশ অভিযানে অংশ নিয়েছিলেন মিসরীয় বংশোদ্ভূত লেবাননি প্রকৌশলী সারা সাবরি।
এসএ/দীপ্ত সংবাদ