সৌদি প্রো লিগে আল নাসেরের বিপক্ষে ১–০ গোলে জিতেছে আল ইত্তিহাদ। আল নাসেরে যোগ দেয়ার পর, প্রথমবারের মত পরাজয়ের স্বাদ পেয়েছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। সৌদি প্রো লিগে রোববার রাতের ম্যাচটির মূল আগ্রহ ছিল রোনালদোকে নিয়ে। পর্তুগিজ সুপারস্টারের খেলা দেখতে গ্যালারিও ছিল ভরপুর। ভক্তদের খুব বেশি বিনোদন দিতে পারেননি তিনি।
হারের পর লিগে পয়েন্ট তালিকার শীর্ষস্থান হারিয়েছে আল নাসের। ২০ ম্যাচে ৪৬ পয়েন্ট নিয়ে তালিকার দুই নম্বরে নেমে গেছে তারা। অন্যদিকে, গতকালের জয়ে আল নাসেরকে টপকে শীর্ষে উঠেছে আল ইত্তিহাদ। সমান ম্যাচ খেলে তাদের পয়েন্ট ৪৭।
বিশ্বকাপের আগে ক্লাব ও কোচ নিয়ে বিতর্কিত মন্তব্য করে ম্যানচেস্টার ইউনাইটেড ছাড়ার পরিস্থিতি তৈরি করেন রোনালদো। বিশ্বকাপের মাঝেই আসে বিচ্ছেদের খবর। বিশ্বকাপ শেষে সবাইকে অবাক করে ইউরোপীয় ফুটবল ছেড়ে সৌদির ক্লাবে যোগ দেন পাঁচ বারের ফিফা ব্যালন ডি‘অর জয়ী ফুটবলার।
বিপুল উন্মাদনায় তাকে গ্রহণের পর চলছিল মাঠে নামার অপেক্ষা। ম্যানচেস্টার ইউনাইটেডে থাকার সময় এক দর্শকদের ফোন ভেঙে দুই ম্যাচ নিষিদ্ধ ছিলেন। লিগ ম্যাচে তাই এসেই নামতে পারছিলেন না। তবে প্রীতি ম্যাচে নামতে বাধা না থাকায় রোনালদোর ঝলক দেখার সুযোগ আগেই পেয়ে যান সমর্থকরা।
সৌদির শীর্ষ দুই ক্লাব আল–নাসের ও আল–হিলালের খেলোয়াড়দের নিয়ে গড়া রিয়াদ অল স্টার্স মুখোমুখি হয় লিওনেল মেসিদের পিএসজির। দীর্ঘদিন পর মেসি–রোনালদোর দ্বৈরথ দেখার সুযোগ তৈরি হয়ে যায়। সেই ম্যাচে ৫–৪ ব্যবধানে জেতে পিএসজি। তবে দুই গোল করেম্যাচ সেরা হন রোনালদোই।
রোনালদো সুযোগ কাজে না লাগাতে পারলেও দলের জয় আটকায়নি। ৩১ মিনিটে জয়সূচক গোল করেন ব্রাজিলিয়ান মিডফিল্ডার আন্দেরসন তালিস্কো। বক্সের মধ্যে ক্রস পেয়ে রোনালদো হেডের চেষ্টায় বল স্পর্শ করতে পারেননি, পেছন থেকে এসে তালিস্কো হেড করে বল জড়িয়ে দেন জালে।
যূথী/দীপ্ত সংবাদ