দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তফসিল অনুযায়ী ফেনীর তিনটি আসনের প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে। ফেনী–১ আসনে আলাউদ্দিন উদ্দিন আহমেদ চৌধুরী নাসিম ও ফেনী–২ আসনে নিজাম উদ্দিন হাজারীসহ তিনটি আসনে ২১ জন প্রার্থীর হাতে প্রতীক তুলে দেন রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মুছাম্মৎ শাহীনা আক্তার।
ফেনী জেলা প্রশাসকের কার্যালয়ে সোমবার (১৮ ডিসেম্বর) সকাল ১০টা থেকে শুরু হয় প্রতীক বরাদ্দ দেয়া।
ফেনীর তিন আসনে ২১ জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করছেন। এর মধ্যে ফেনী–১ আসনে ৬ জন, ফেনী–২ আসনে ৮ জন এবং ফেনী–৩ আসনে ৭ জন প্রার্থী রয়েছেন।
রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, ফেনী–১ আসনে আওয়ামী লীগের আলা উদ্দিন আহমেদ চৌধুরী নাসিম (নৌকা), জাতীয় পার্টির শাহরিয়ার ইকবাল পাটোয়ারী (লাঙ্গল), তৃণমুল বিএনপির মো. শাহজাহান সাজু (সোনালী আঁশ), বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তি জোটের কাজী মো. নুরুল আলম (মোমবাতি) মাহবুব মোর্শেদ মজুমদার (ছড়ি), স্বতন্ত্র আবুল হাশেম চৌধুরী (ঈগল)।
ফেনী–২ আসনে আওয়ামী লীগের নিজাম উদ্দিন হাজারী (নৌকা), জাতীয় পার্টির খোন্দকার নজরুল ইসলাম (লাঙ্গল), তৃণমুল বিএনপির আ.ই.ম আমজাদ হোসেন সবুজ (সোনালী আঁশ), বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তি জোট মাহবুব মোর্শেদ মজুমদার (ছড়ি), বাংলাদেশ ইসলামীক ফ্রন্টের মাওলানা নুরুল ইসলাম (মোমবাতি) খেলাফত আন্দোলনের আবুল হোসেন (বটগাছ), বাংলাদেশ কংগ্রেস মোহাম্মদ হোসেন (ডাব), স্বতন্ত্রের এ.এস.এম আনোয়ারুল করিম ফারুক (ঈগল)।
ফেনী–৩ আসনে জাতীয় পার্টির লে.জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরী (লাঙ্গল), আওয়ামী লীগের মনোনয়ন বঞ্চিত স্বতন্ত্রের রহিম উল্যাহ (ঈগল), তৃণমুল বিএনপির আজিম উদ্দিন আহমেদ (সোনালী আঁশ), বাংলাদেশ সুপ্রিম পার্টির তবারক হোসেন (একতারা), ইসলামী ফ্রন্ট বাংলাদেশের মো. আবু নাসের (চেয়ার), বাংলাদেশ ইসলামী ফ্রন্টের নিজাম উদ্দিন (মোমবাতি), বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তি জোট জোবায়ের ইবনে সুফিয়ান (ছড়ি)।
প্রতীক বরাদ্দ পেয়ে সন্তোস প্রকাশ করে ফেনী–১ আসনে নৌকার প্রার্থী আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম বলেন, বাংলাদেশ আওয়ামী লীগের জনসমর্থন প্রতিটি ঘরে ঘরে বিস্তৃত। তাই যে কোন নির্বাচনে জয় বাংলাদেশ আওয়ামী লীগের জন্য আনুষ্ঠানিকতা মাত্র। তাই আমরা জয়ের ব্যাপারে অবশ্যই অবশ্যই আশাবাদী।
ফেনী–২ আসনে নৌকার প্রার্থী ও ফেনী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী বলেন, নির্বাচনে আচরণবিধি মেনে আমরা অংশগ্রহণ করতে চাই। আমরা একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন প্রত্যাশা করছি। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে ফেনীর জনগণ আবারো বিপুল ভোটে নৌকাকে বিজয়ী করবে বলে আমি আশা করি।
আরও পড়ুন: নৌকা না লাঙ্গল? ফেনী-৩ আসনে চলছে চুল চেরা বিশ্লেষণ
রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মুছাম্মৎ শাহীনা আক্তার বলেন, ফেনীর তিন আসনে ২১ জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করছেন। ফেনী–১ আসনে ৬ জন, ফেনী–২ আসনে ৮ জন এবং ফেনী–৩ আসনে ৭ জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করছেন। তিনি প্রার্থীদের প্রচারণায় আচরণবিধি লঙ্গন না করার আহ্বান জানান।
মামুন/মোরশেদ আলম/দীপ্ত নিউজ