নাগরিক ঐক্যের কেন্দ্রীয় সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, বাংলাদেশ প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে চায়, তবে কোনো অবস্থাতেই মাথা নিচু করে নয়। তিনি বলেন, “যদি কেউ মনে করেন আমরা কারো সামনে মাথা নিচু করব, সেই বাংলাদেশ এখন আর নেই।“
শনিবার (৭ নভেম্বর) দুপুরে খুলনার উমেশচন্দ্র পাবলিক লাইব্রেরি মিলনায়তনে নাগরিক ঐক্যের খুলনা মহানগর ও জেলার দ্বি–বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মান্না বলেন, “বাংলাদেশকে একটি কল্যাণকর রাষ্ট্রে পরিণত করতে হবে। সেজন্য একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করতে হবে। বর্তমান অন্তবর্তীকালীন সরকারের কাছ থেকে আমরা সে দাবি জানাচ্ছি।“
সম্মেলনে সভাপতিত্ব করেন নাগরিক ঐক্যের খুলনা মহানগর শাখার আহ্বায়ক এডভোকেট ড. মো. জাকির হোসেন। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শহিদুল্লাহ কায়সার। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় দপ্তর সম্পাদক এস এম মহিদুজ্জামান। এ সময় দলের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য দেন।
সম্মেলনের শেষ পর্বে খুলনা মহানগর ও জেলার নতুন কমিটির নেতৃবৃন্দের নাম ঘোষণা করা হয়।
সম্মেলন শেষে মাহমুদুর রহমান মান্না খুলনার বসুপাড়ায় গিয়ে কোঠাবিরোধী আন্দোলনে নিহত সাকিব রায়হানের কবর জিয়ারত করেন।
ইয়াছিন/আল