আগামী জাতীয় (২০২২–২০২৩) বাজেটে প্রতিবন্ধী ভাতা ন্যূনতম ৭ হাজার টাকায় উন্নীত করার পাশাপাশি চাকুরির সম–অধিকারসহ তিন দফা দাবি জানিয়ে গাইবান্ধা জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করেছে জেলা প্রতিবন্ধী সংগঠনের নেতাকর্মীরা।
মঙ্গলবার (২ মে) বেলা ১১টায় গাইবান্ধা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ৯টি প্রতিবন্ধী ব্যক্তিদের সংগঠনের পক্ষে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ফুলছড়ি, সাঘাটা, গাইবান্ধা সদর, পলাশবাড়ী ও সাদুল্লাপুর উপজেলার প্রতিবন্ধী শিক্ষার্থী, অভিভাবক, বিভিন্ন পেশাজীবীরা মানববন্ধনে অংশগ্রহণ করে। দাবির সাথে একাত্বতা প্রকাশ করেন গাইবান্ধা সামাজিক সংগ্রাম পরিষদের আহ্বায়ক জাহাঙ্গীর কবির তনু।
উক্ত কর্মসূচিতে প্রতিবন্ধী ব্যক্তি সংগঠনগুলোর পক্ষ থেকে ৩ দফা দাবিগুলো হলো: আগামী বাজেটেই প্রতিবন্ধী ব্যক্তিদের ভাতা ন্যূনতম ৭ হাজার টাকায় উন্নীতকরণ, শতভাগ প্রতিবন্ধী শিক্ষার্থীদের শিক্ষা উপবৃত্তি নিশ্চিতকরণ ও প্রধানমন্ত্রী প্রতিশ্রুত প্রতিবন্ধী ব্যক্তিদের চাকুরিতে নিয়োগে ৫ শতাংশ কর হারের নিয়মটি সংশোধন করে আনুপাতিক হারে ৫–৩ শতাংশ প্রতিবন্ধী কর্মী নিয়োগ প্রদান।
‘অধিকার চাই‘ প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার সভাপতি শহিদুল ইসলাম বলেন, প্রতিবন্ধী শিক্ষার্থীর বিভিন্ন সহায়ক উপকরণ, ব্যক্তিগত যানবাহন, ব্যক্তিগত সহায়তাকারী, বিশেষ শিক্ষা উপকরণ, শ্রুতিলেখক, নিয়মিত ঔষধ সেবন, থেরাপি গ্রহণ, বিশেষ প্রশিক্ষণ ইত্যাদির প্রয়োজন হয়। একটি স্বাধীন দেশের নাগরিক হিসেবে মর্যাদা সম্পন্ন ও বৈষম্যহীন জীবনের লক্ষ্যে অবিলম্বে আমাদের নাগরিক অধিকারসমূহ বাস্তবায়নের জোর দাবি জানাচ্ছি।
‘অধিকার চাই’ প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার সভাপতি শহিদুল ইসলামের সভাপতিত্বে উক্ত মানববন্ধনে আরও বক্তব্য রাখেন রাশিদুল শেখ, প্রতিবন্ধী উন্নয়ন সংঘের সভাপতি আব্দুর রশিদ, আদর্শ প্রতিবন্ধী কল্যাণ সংস্থার সভাপতি শহিদুল ইসলাম প্রধান, প্রতিবন্ধী উন্নয়ন সংগঠনের সভাপতি আজাদ সরকারসহ আরও অনেক সামাজিক রাজনৈতিক ও প্রতিবন্ধী ব্যক্তিদের সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
এমি/দীপ্ত সংবাদ