৮
পটুয়াখালীতে প্রতিনিয়ত বাড়ছে ডেঙ্গু আক্রন্ত রোগীর সংখ্যা। গত ২৪ ঘন্টায় জেলায় ৪৪ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে।
গত ছয় মাসে আক্রান্ত হয়েছেন ৩৯৩ জন। এদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৮৯ জন। বর্তমানে জেলা সদর সহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন ১০৪ জন রোগী। আক্রান্তদের মধ্যে শিশু সহ সব বয়সের নারী পুরুষ রয়েছে।
আক্রান্ত রোগীদের সুস্থ করে তুলতে উন্নত চিকিৎসা সেবা দিচ্ছেন হাসপাতালের চিকিৎসক ও সেবিকারা। এদিকে এডিস মশার লার্ভা ধ্বংস কিংবা শহর পরিচ্ছন্ন রাখতে এখন পর্যন্ত কোন পদক্ষেপ নেয়নি প্রশাসন।
মো. ইমরান/ শায়লা/ দীপ্ত নিউজ