ঢাকার বাইরেও বাড়ছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা। দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে এরইমধ্যে আলাদা ইউনিট করা হয়েছে। রোগী বাড়লে রাজশাহীর হাসপাতালেও করা হবে আলাদা ইউনিট। চট্টগ্রামে দিন দিনই বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা। প্রচণ্ড জ্বর, মাথা ও শরীর ব্যাথাসহ নানা জটিলতা নিয়ে, প্রতিদিন বিভিন্ন হাসপাতালে রোগী ভর্তি হচ্ছেন।
সবশেষ ২৪ ঘন্টায় মা ও শিশু হাসপাতালে ৭৩ জন, চমেক হাসপাতালে ৮৬ জন এবং জেনারেল হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৩ জন রোগী। তাদের অভিযোগ, মশা নিধন কার্যক্রমের নামে প্রতারণা করছে সিটি করপোরেশন। কার্যকর কোন ভূমিকা তাদের চোখে পড়ছে না। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে সোমবার সকালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৯ জন রোগী ভর্তি হয়েছেন। আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৬ জন।
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক জানান, ডেঙ্গু রোগীর সংখ্যা আরো বাড়লে, আলাদা ওয়ার্ড তৈরি করা হবে। গত মাসের তুলনায় চলতি মাসে দ্বিগুণ ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে। তাদের বেশিরভাগই ঢাকা ফেরত।