‘ভোট কেন্দ্রের প্রতিটি কেন্দ্র সিসি ক্যামেরার আওতায় থাকবে‘ বলেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিব উল আউয়াল। শনিবার (২৭ মে) রাতে বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সঙ্গে মতবিনিময় সভায় এসকল কথা বলেন।
বরিশাল শিল্পকলা একাডেমী অডিটোরিয়ামে অনুষ্ঠিত সভায় নির্বাচন কমিশনার বলেন, ভোট কেন্দ্রের প্রতিটি কেন্দ্র সিসি ক্যামেরার আওতায় থাকবে। নির্বাচনে পেশী শক্তি, মাস্তানি ও অনিয়ম কঠোরভাবে দমন করা হবে।
এ প্রসঙ্গে তিনি আরও বলেন, ইভিএম এ কোন ধরনের কারচুপি করার সুযোগ নেই। নির্বাচন কমিশনের আন্তরিকতা ও সদিচ্ছা নিয়ে প্রার্থীদের কোন ধরনের দ্বিধাদ্বন্দ্ব থাকা উচিত না। কোন প্রার্থীর কর্মী ও যদি কোন ধরনের অনিয়ম করে সেক্ষেত্রে প্রার্থী ক্ষতিগ্রস্ত হবেন এমনকি ভোটকেন্দ্রে যদি কোন প্রিজাইডিং কর্মকর্তা অনিয়ম করেন তার বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বরিশাল বিভাগীয় কমিশনার আমিনুল আহসান, রেঞ্জ ডিআইজিএসএম আখতারুজ্জামান, মেট্রোপলিটন পুলিশ কমিশনার সাইফুল ইসলাম, সরকারি অন্যান্য দপ্তরের কর্মকর্তাগণ এবং মেয়র ও কাউন্সিলর প্রার্থীসহ নির্বাচন সংশ্লিষ্ট ব্যক্তিরা।
মর্তুজা জুয়েল/আফ/দীপ্ত নিউজ