প্রতীক বরাদ্দের পর বৃহস্পতিবার (২২ জানুয়ারি) থেকে সারাদেশে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচার–প্রচারণা। আগামী ১২ ফেব্রুয়ারির ভোটকে সামনে রেখে ভোটের মাঠে নেমেছেন প্রার্থীরা। প্রচারণার প্রথম দিনেই সরব উপস্থিতি জানান দিচ্ছেন প্রধান রাজনৈতিক দলগুলোর শীর্ষ নেতারা।
নির্বাচনী প্রচারণার প্রথম দিনেই বিএনপি চেয়ারম্যান তারেক রহমান আধ্যাত্মিক নগরী সিলেট থেকে তার আনুষ্ঠানিক সফর শুরু করেছেন। গতকাল বুধবার (২১ জানুয়ারি) রাতে হযরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত শেষে আজ সকালে সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে বিশাল জনসভার মাধ্যমে প্রচারণা শুরু করেন তিনি।
দলীয় সূত্রে জানা গেছে, আজ একদিনেই তিনি সাতটি জেলায় ঝটিকা সফর ও পথসভা করবেন। সিলেটের জনসভা শেষ করে তিনি মৌলভীবাজার, হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, কিশোরগঞ্জ, নরসিংদী হয়ে বিকেলে নারায়ণগঞ্জে নির্বাচনী সমাবেশে বক্তব্য রাখবেন। বিএনপি এবার ‘এক কোটি নতুন কর্মসংস্থান’ সৃষ্টির প্রতিশ্রুতি নিয়ে ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছে।
নতুন রাজনৈতিক শক্তি হিসেবে আত্মপ্রকাশ করা জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আজ রাজধানীর ঐতিহাসিক তিন নেতার মাজার ও শহীদ হাদির কবর জিয়ারতের মাধ্যমে তাদের প্রচারণা শুরু করেছে। দলের আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্য সচিব আখতার হোসেনের নেতৃত্বে একটি বিশাল মিছিল মাজার প্রাঙ্গণ থেকে শুরু হয়ে জাতীয় প্রেসক্লাব পর্যন্ত পদযাত্রা করে। জুলাই বিপ্লবের চেতনাকে ধারণ করে ‘নতুন বাংলাদেশ’ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন দলটির নেতারা।
জামায়াতে ইসলামী আজ রাজধানীর উত্তর ও দক্ষিণ দুই অংশেই ব্যাপক গণসংযোগ শুরু করেছে। দলের আমির ডা. শফিকুর রহমান আজ সকালে রাজধানীতে নিজ নির্বাচনী এলাকায় (ঢাকা–১৫) লিফলেট বিতরণের মাধ্যমে প্রচারণার উদ্বোধন করেন। দলটি এবার ‘ইনসাফ কায়েম ও বৈষম্যমুক্ত সমাজ’ গড়ার স্লোগান নিয়ে মাঠে নেমেছে।
জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের আজ রংপুরে তার নিজস্ব নির্বাচনী এলাকায় গণসংযোগ ও কর্মীসভার মাধ্যমে প্রচারণার সূচনা করেছেন।
এছাড়া সিপিবিসহ বাম দলগুলোও তাদের প্রচার কার্যক্রম শুরু করেছে।
নির্বাচন কমিশনের কঠোর নজরদারি:
প্রচারণা শুরুর প্রথম দিন থেকেই মাঠে নেমেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও আইন–শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। নির্বাচন কমিশন (ইসি) স্পষ্ট জানিয়ে দিয়েছে, রাত ৮টার পর কোনো মিছিল বা উচ্চশব্দে মাইক বাজানো যাবে না। কোনো প্রার্থী নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করলে সাথে সাথেই কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
তফসিল অনুযায়ী, এই প্রচার–প্রচারণা চলবে আগামী ১০ ফেব্রুয়ারি মধ্যরাত পর্যন্ত।