বরিশাল সিটি করপোরেশনের পঞ্চম পরিষদের নির্বাচন উপলক্ষে সরগরম হয়ে উঠেছে নগরী। দুপুরের পরপরই নগরীজুড়ে মাইকিং সহ নানা প্রচারণায় নানা কৌশল অবলম্বন করছে মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা।
মঙ্গলবার (৩০ মে) সকাল থেকে প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন কাউন্সিলর প্রার্থীরা। নির্বাচিত হতে পারলে বরিশালকে সন্ত্রাসমুক্ত ও উন্নয়নে উদাহরণ হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন প্রার্থীরা।
নিজ ওয়ার্ডের উন্নয়নে ভোটারদের কাছে ভোট প্রার্থনা করেন তারা। নির্বাচিত হলে অবহেলিত থাকবে না তাদের ওয়ার্ড, এমনই প্রতিশ্রুতি তাদের।
মঙ্গলবার বেলা ১১টায় নগরীর বাকলার মোড় এলাকা থেকে বাজার রোড ও চকবাজার এলাকায় গনসংযোগ করেন জাতীয় পার্টির মেয়র প্রার্থী ইকবাল হোসেন তাপস। বরিশালকে অভিশাপ থেকে মুক্ত করতে লাঙল প্রতীকে নগরবাসীর কাছে ভোট প্রার্থনা করে তাপস।
অন্যদিকে নগরীর টেক্সটাইল মোড় থেকে মরকখোলার পোল পর্যন্ত গনসংযোগ করেছেন ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী সৈয়দ ফয়জুল করিম ও পলাশপুরে গনসংযোগ করেছেন জাকের পার্টির প্রার্থী মিজানুর রহমান বাচ্চু।
মর্তুজা জুয়েল/আফ/দীপ্ত নিউজ