বিজ্ঞাপন
শনিবার, আগস্ট ৩০, ২০২৫
শনিবার, আগস্ট ৩০, ২০২৫

প্রকৌশল শিক্ষার্থীর মুখ চেপে ধরা ছবি ‘এআই’ দাবি করা ডিএমপি ফেসবুক পোস্ট উধাও!

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

প্রকৌশল শিক্ষার্থীদের আন্দোলনে রাজধানী ইন্টারকন্টিনেন্টাল হোটেলের সামনে পুলিশি অ্যাকশনের আলোচিত ছবি সম্বলিত পোস্টটি ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)-এর ফেসবুক পেজে পাওয়া যাচ্ছে না।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) সন্ধ্যায় পোস্ট করার কয়েক ঘণ্টার মধ্যেই স্ট্যাটাসটি ডিএমপি ফেসবুক থেকে উধাও হয়ে যায়।

ডিএমপি নিউজএর তৈরি ফটোকার্ডটি ডিএমপি ভেরিফায়েড ফেসবুক পেজে পোস্ট করা হয়েছিলো।

ফটোকার্ডে দাবি করা হয়েছিল, রমনা বিভাগ উপপুলিশ কমিশনার (ডিসি) মো. মাসুদ আলম নিয়ে আর্টিফিসিয়াল ইন্টালিজেন্স (এআই) প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা ছবির মাধ্যমে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে।

এ বিষয়ে ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ থেকে উপপুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান স্বাক্ষরিত একটি সংবাদ বিজ্ঞপ্তি দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি ডিএমপি রমনা বিভাগের উপপুলিশ কমিশনার মো. মাসুদ আলমকে নিয়ে এআই প্রযুক্তি ব্যবহার করে তৈরি এক ছাত্রের মুখ চেপে ধরার একটি ছবি বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক মাধ্যমে প্রকাশিত হয়েছে। এটি ডিএমপি দৃষ্টিগোচর হয়েছে। কে বা কারা সম্পূর্ণ উদ্দেশ্যমূলকভাবে উক্ত ছবিটি তৈরি করে জনমনে অহেতুক বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করেছে। ছবিটি গভীরভাবে পর্যবেক্ষণ করলে বুঝা যায়, তা সম্পূর্ণ এআই প্রযুক্তি ব্যবহার করে তৈরি এবং বাস্তবতা বিবর্জিত।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, একজন দায়িত্বশীল পুলিশ কর্মকর্তাকে নিয়ে জনমনে বিভ্রান্তি তৈরির উদ্দেশ্যে তৈরি ছবি ও তা প্রচারের সঙ্গে জড়িতদের এহেন কর্মকাণ্ডের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানায় ডিএমপি। একইসঙ্গে এ ধরনের মিথ্যা প্রচারণায় বিভ্রান্ত না হওয়ার জন্য ডিএমপি পক্ষ থেকে সর্বসাধারণকে অনুরোধ করা হয়।

তবে ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান রিউমার স্ক্যানার মেটা ডাটা যাচাই করে জানায়, ছবিটি এআই দিয়ে তৈরি নয়, ছবিটি আসল।

এদিকে, ফেসবুকে অনেকে ডিএমপি পোস্টের সমালোচনা করেন।

বুয়েট শিক্ষার্থী আবরার ফাইয়াজ ফেসবুকে বলেন, পোস্টটা ইতোমধ্যে ডিলিট করেছে ডিএমপি। তবে আশা করি, ডিএমপি দিনে দুপুরে এরকমের মিথ্যাচার কেন করল তা ব্যাখ্যা করে জনগণের কাছে ক্ষমা প্রার্থনা করবে। আর ডিসি মাসুদ ও তার সহযোগীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আগে এই আন্দোলন থামবে না। আমাদের উপদেষ্টাদের উচিত সরাসরি হস্তক্ষেপ করা। যেকোনো আন্দোলনই বেশিদিন চললে অনেকেই বাম হাত ঢুকানোর চেষ্টা করে।

এদিকে, ঘটনার পরপরই শিক্ষার্থীদের ওপর পুলিশের বল প্রয়োগের ঘটনা তদন্তে ৩ সদস্যের কমিটি গঠন করেছে ডিএমপি।

 

এসএ

আরও পড়ুন

সম্পাদক: এস এম আকাশ

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

স্বত্ব © ২০২৩ কাজী মিডিয়া লিমিটেড

Designed and Developed by Nusratech Pte Ltd.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More