শনিবার, আগস্ট ৩০, ২০২৫
শনিবার, আগস্ট ৩০, ২০২৫

প্রকৌশল বিশ্ববিদ্যালয়গুলোতে চলছে ‘কমপ্লিট শাটডাউন’, বুয়েটে পরীক্ষা বয়কট

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

তিন দফা দাবিতে বুয়েটসহ সাড়া দেশে প্রকৌশল বিশ্ববিদ্যালয়গুলোতে চলছে শিক্ষার্থীদের কমপ্লিট শাটডাউন কর্মসূচি। দাবি আদায়ের লক্ষ্যে মঙ্গলবার আন্দোলনের ডাক দেয় বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)। আন্দোলনের সঙ্গতি জানিয়ে পরীক্ষা বয়কটের সিদ্ধান্ত নিয়েছে বুয়েট শিক্ষার্থীরা।

আন্দোলনের অংশ হিসেবে সড়ক অবরোধসহ প্রধান উপদেষ্টার বাসবভন যমুনার অভিমুখে যাওয়ার চেষ্টা করে শিক্ষার্থীরা। এতে বেশ কয়েকবার বাধা দেয় পুলিশ।

আন্দোলনরত শিক্ষার্থীদের প্ল্যাটফর্ম ‘প্রকৌশল অধিকার আন্দোলন’ এ আন্দোলনের নেতৃত্ব দিয়ে আসছে। বুধবার (২৭ আগস্ট) রাতে এক সংবাদ সম্মেলনে কমপ্লিট শাটডাউন কর্মসূচি ঘোষণা দেন তারা। ঘোষণা অনুযায়ী প্রকৌশল বিশ্ববিদ্যালয় শাটডাউন কর্মসূচি পালন করার কথা থাকলেও আজ বুয়েটে সাপ্তাহিক ছুটির দিন।

এদিকে বুয়েট ক্যাম্পাসে আজ শিক্ষার্থীদের আনাগোনা কম ছিল। মাত্র কয়েটি বিভাগের কর্মকর্তা–কর্মচারীদের আসতে দেখা গেছে ক্যাম্পাসে। গতকাল থেকেই শাটডাউন চলছে বলে জানান নিরাপত্তাকর্মীরা।

বুয়েটের বেশ কয়েকজন শিক্ষার্থীর সাথে কথা বলে জানা যায়, বৃহস্পতিবার সাপ্তাহিক ছুটি হলেও পরীক্ষা রাখা হয়। আন্দোলনকে সমর্থন করে তারা পরীক্ষা বয়কট করেছেন তারা।

গতকাল তিন দফা দাবি আদায়ে শাহাবাগ মোড় অবরোধ করে বুয়েট শিক্ষার্থীরা। একপর্যায়ে বেলা দেড়টার টায় প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার দিকে যেতে শুরু করেন তারা। ইন্টারকন্টিনেন্টাল হোটেলের সামনে তাদের বাধা দেয় পুলিশ। এ সময় তাদের ওপর সাউন্ড গ্রেনেড, কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ ও জলকামান ব্যবহার করে পুলিশ। তখন লাঠিপেটার ঘটনাও ঘটে। এতে অনেক শিক্ষার্থী আহত হন।

আন্দোলনরত শিক্ষার্থীরা তাদের তিন দফা দাবি গুলো আগেই জানিয়েছেন। তাদের দাবি নবম গ্রেড সহকারী প্রকৌশলী পদে কেবল পরীক্ষার মাধ্যমে নিয়োগ ও ন্যূনতম যোগ্যতা বিএসসি ইঞ্জিনিয়ার করা। সাথে যেখানে দশম গ্রেডে শুধু ডিপ্লোমাধারীরা আবেদন করতে পারেন, সেখানে যেন উচ্চ ডিগ্রিধারীরাও আবেদন করতে পারেন, সে ব্যবস্থা করা এবং শুধু বিএসসি ইঞ্জিনিয়ারিং যাঁরা সম্পন্ন করবেন, তারাই যেন প্রকৌশলী (ইঞ্জিনিয়ার) লিখতে পারেন, সে বিষয়ে ব্যবস্থা নেওয়া।

প্রকৌশল পেশায় বিএসসি ডিগ্রিধারী ও ডিপ্লোমাধারী ব্যক্তিদের পেশাগত দাবির যৌক্তিকতা পরীক্ষা-নিরীক্ষা করে সুপারিশ প্রণয়নের জন্য গতকালই একটি কমিটি গঠন করেছে সরকার।

আরও পড়ুন

সম্পাদক: এস এম আকাশ

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

স্বত্ব © ২০২৩ কাজী মিডিয়া লিমিটেড

Designed and Developed by Nusratech Pte Ltd.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More