প্রথম ম্যাচে কোস্টারিকার বিপক্ষে ড্র করে কোপা আমেরিকায় যাত্রা শুরু করেছিল ব্রাজিল। অবশেষে, দ্বিতীয় ম্যাচে হলুদের ঢেউ উঠলো লাস ভেগাসের অ্যালেজায়ান্ট স্টেডিয়ামে। লা আলবিরোজাদের বড় ব্যবধানে উড়িয়ে কোপা আমেরিকার শেষ আটের পথে এক পা দিয়ে রাখল সেলেসাওরা।
বৃহস্পতিবার (২৯ জুন) ‘ডি’ গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে প্যারাগুয়েকে ৪–১ ব্যবধানে হারিয়েছে দরিভাল জুনিয়রের শিষ্যরা।
জোড়া গোল করেছেন ভিনিসিউস জুনিয়র। প্রথম একাদশে সুযোগ পেয়েই আজ ভিনির পাশাপাশি গোল করেছেন ২০ বছর বয়সী স্যাভিও মোরেইরা। পেনাল্টিতে আরেক গোল আসে লুকাস পাকুয়েতার পা থেকে।
ম্যাচের প্রথমার্ধেই তিন গোল করে সেলেসাওরা। এর মধ্যে গোলের প্রথম সুযোগ হারান লুকাস পাকুয়েতা। পেনাল্টি থেকে গোল করতে পারেননি তিনি। ব্রাজিল প্রথম গোল পায় রিয়াল মাদ্রিদের তরুণ ভিনির পা থেকে। বক্সের মুখে ওয়ান অন ওয়ান খেলে গোল মুখে ঢুকে যান তিনি। ম্যাচের ৩৫ মিনিটে দারুণ টাসে ফিনিসিং টানেন।
পরের গোলটি আসে ম্যানসিটির পথে থাকা জিরোনায় খেলা তরুণ স্যাভিও’র পা থেকে। রদ্রিগোর শট গোলরক্ষক ফিরিয়ে দেন। প্যারাগুয়ে ডিফেন্ডারের পা হয়ে ফাঁকায় বল পেয়ে ৪৩ মিনিটে গোল করেন তিনি। রাফিনহার জায়গায় শুরুর একাদশে জায়গা পাওয়া স্যাভিওর এটি প্রথম আন্তর্জাতিক গোল।
এরপর প্রথমার্ধের শেষ বাঁশির আগে ভিনি দলকে ৩–০ গোলের লিড এনে দেন। এবারও রদ্রিগোর পা থেকে প্যারাগুয়ে ডিফেন্ডারের ভুলে বল পেয়ে জালে পাঠান ভিনিসিয়াস।
দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে প্যারাগুয়ে। ৪৮ মিনিটে একটি গোল শোধও করে তারা। ওমর আলদারেদ বাঁ–পায়ের দূরপাল্লার শটে ব্রাজিলের জাল কাঁপান (৩–১)। এরপর আরও কয়েকটি আক্রমণ করে প্যারাগুয়ে। এ সময় ব্রাজিলে কিছুটা রক্ষণাত্মক ভঙ্গিতে খেলতে দেখা যায়।
৬৩ মিনিটে দ্বিতীয়বারের মতো গোল এরিয়ায় হ্যান্ডবল করে প্যারাগুয়ে। রদ্রিগোর করা শট কব্জির সামান্য একটু উপরে লাগে মাথিয়াস ভিলাসান্তির। এবারও পেনাল্টি নেওয়ার সুযোগ দেয়া হয় প্রথম পেনাল্টি মিস করা পাকেতা। বাঁ–পায়ের আলতো শটে ভালোভাবেই প্যারাগুয়ের জাল খুঁজে নেন তিনি। এতে ৪–১ গোলে এগিয়ে যায় ব্রাজিল।
বড় জয়ে ২ ম্যাচ শেষ ৪ পয়েন্ট দলের খাতায় যোগ হলেও এখনো কোয়ার্টার ফাইনাল নিশ্চিত হয়নি সেলেসাওদের। শেষ ম্যাচে কলম্বিয়ার বিপক্ষে হার এড়ালে নিশ্চিত হয়ে যাবে তাদের শেষ আট।
এসএ/দীপ্ত সংবাদ