রোমান ক্যাথলিক ধর্মগুরু পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠানে যোগ দিতে ভ্যাটিকান যাবেন বাংলাদেশ অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
মঙ্গলবার (২২ এপ্রিল) প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।
সোমবার (২১ এপিল) ভ্যাটিকান সিটির, কাসা সান্তা মার্তা বাসভবনে ৮৮ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন পোপ ফ্রান্সিস।
তিনি ২০১৩ সালে পোপ হিসেবে নির্বাচিত হন এবং ২০২৫ সালের এপ্রিল পর্যন্ত রোমান ক্যাথলিক গির্জার সর্বোচ্চ নেতার দায়িত্ব পালন করেছেন। পোপ ফ্রান্সিস গির্জার সংস্কার, দারিদ্র্য বিমোচন, পরিবেশ রক্ষা, এবং নারী ও যুবকদের ক্ষমতায়নে তাঁর বিশেষ উদ্যোগের জন্য পরিচিত ছিলেন।
সাধারণত পোপের মৃত্যুর ৪ থেকে ৬ দিনের মধ্যে শেষকৃত্য সম্পন্ন করতে হয়। পোপকে নিয়ম অনুযায়ী সমাহিত করা হয় সেন্ট পিটার্স ব্যাসিলিকায়। এরপর পালন করা হয় ৯ দিনের শোক। আর পোপের মৃত্যুর প্রায় ১৫ থেকে ২০ দিন পর শুরু হয় নতুন পোপ নির্বাচন সম্মেলন।
উল্লেখ্য, ড. ইউনূস বর্তমানে ‘আর্থনা শীর্ষ সম্মেলন–২০২৫’ এ যোগদানের জন্য চারদিনের সফরে কাতারে অবস্থান করছেন।
এসএ