পেঁয়াজের দাম নিয়ে শুরু হওয়া অরাজকতা চলছেই। এখনও রাজধানী সহ বিভিন্ন জেলায় কেজিপ্রতি ২০০ থেকে ২৪০ টাকায় পেঁয়াজ বিক্রি হচ্ছে।
দাম নিয়ন্ত্রণে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর অভিযান চালালেও সুফল মিলছে কমই।
গত দুই দিন ময়মনসিংহের বাজারে অভিযান পরিচালনা করে ভোক্তা অধিকার ও জেলা প্রশাসন। তারপরও জেলায় পেঁয়াজ বিক্রি হচ্ছে ১৮০ থেকে ২০০ টাকায়। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেন সাধারণ ক্রেতারা।
এদিকে, আমদানিকৃত ভারতীয় পেঁয়াজ মজুত করে রাখার অভিযোগে সাতক্ষীরার ভোমরা বন্দরে অভিযান চালিয়ে তিন ব্যবসা প্রতিষ্ঠানকে এক লাখ টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ কর্তৃপক্ষ। রবিবার বিকেল ৫টার পর এ অভিযান চলে।
এসএ/দীপ্ত নিউজ