পেঁয়াজের ঝাঁঝে অস্থির সারাদেশের নিম্ন ও মধ্যবিত্তরা।
শুক্রবার থেকে মাত্র ৩ দিনের ব্যবধানে আজ রবিবার (১০ ডিসেম্বর) পর্যন্ত আমদানি করা পেঁয়াজের দাম উঠেছে কেজিপ্রতি ২০০ টাকার বেশি। তবে দেশি পেঁয়াজের দাম আরও বেশি।
ভারত থেকে পেঁয়াজ আমদানি বন্ধের খবরে এমন পরিস্থিতি তৈরি হয়। দাম আরও বেড়ে যাওয়ার আশঙ্কায় বরগুনায় আড়ত ও খুচরা দোকানগুলোতে ক্রেতাদের উপচে পড়া ভিড় দেখা যায়। অসাধু বিক্রেতারা কাজে লাগাচ্ছেন উদ্ভুত পরিস্থিতিকে।
যদিও এরই মধ্যে মাঠে নেমেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
টাঙ্গাইলে অভিযানে ৩ ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া চুয়াডাঙ্গায় পেঁয়াজের আড়তে অভিযানে চালিয়ে ভাউচার না রাখায় ৪টি প্রতিষ্ঠানকে ১১ হাজার টাকা জরিমানা করেন ভোক্তা অধিকারের কর্মকর্তারা।
এসএ/দীপ্ত নিউজ