পেঁয়াজের ঝাঁজে নাকাল রাজধানীর ক্রেতারা। ক্রেতা ও কিছু ব্যবসায়ী এর জন্য সিন্ডিকেটকে দায়ি করছেন।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর অবশ্য বলছে, বাজারে সরবরাহের কোনো ঘাটতি নেই।
ভারত পেঁয়াজ রপ্তানির ওপর বিধিনিষেধ আরোপের পর থেকেই অস্থির বাংলাদেশের বাজার।
সোমবার (১১ ডিসেম্বর) রাজধানীর শ্যামবাজারে পাইকারি মোকামে প্রতিকেজি দেশি পেঁয়াজ বিক্রি হয় ১২৫ টাকা থেকে ১৫০ টাকায়।
যাত্রাবাড়ী কাঁচাবাজার আড়তে এই পেঁয়াজ বিক্রি হয় ১৮০ টাকায়। আর ক্রেতাদেরকে গুণতে হচ্ছে অন্তত ২০০ টাকা।
পেঁয়াজের বাজারে স্বস্তি আনতে ঢাকার প্রায় সব জায়গায় তদারকি জোরদার করেছে সরকারের বিভিন্ন সংস্থা।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুল জব্বার মন্ডল বলেন.কয়েক দিনের মধ্যে বাজার স্বাভাবিক হবে বলে আশা করছি।
এসএ/দীপ্ত নিউজ
আরো পড়ুন