নিজের কোরিওগ্রাফি ‘নন্দিনী’র ৫০তম প্রদর্শনি সম্পন্ন করলেন নৃত্যশিল্পী ও নৃত্যপরিচালক পূজা সেনগুপ্ত। তার নাচের দল তুরঙ্গমী রেপার্টরি ড্যান্স থিয়েটারের প্রযোজনাটি মূলত কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সাড়া জাগানো নাটক ‘রক্তকরবী’র বিখ্যাত চরিত্র নন্দিনীর ছায়া অবলম্বনে তৈরী।
এ প্রসঙ্গে পূজা বলেন, ‘কাজটি খুব সহজে সকল দেশের মানুষ বুঝতে পারে। কারণ সকল জাতি, ধর্ম, বর্ণের মানুষ মাতৃভূমিকে মায়ের মতো দেখে। আর এতে মা ও মাতৃভূমির আরতী করা হয়েছে। এবার বাংলাদেশস্থ কানাডিয়ান হাইকমিশনে নাচটি করেছি। সবাই খুব উপভোগ করেছে। এর আগে দেশ ছাড়াও দেশের বাইরে কাজটি আমরা পরিবেশন করে দারুণ প্রশংসা কুড়িয়েছি।’
অনেক বছর ধরেই দেশিয় ঐতিহ্যনির্ভর নাচ নিয়ে কাজ করছেন বলে জানান পূজা। তিনি আরও বলেন, আরতী নাচ তেমনি একটি নাচ, যেটি বহুকাল ধরে আমাদের সংস্কৃতির সঙ্গে জড়িত। দূর্গা পূজার সময় ধনুচি নাচ অনেকেই দেখে থাকবেন, সেটিই আসলে আরতী নাচ। এই নাচ এখন ফিলিপাইনেও বেশ জনপ্রিয়। কারণ সেখানে ‘নন্দিনী’ পারিবেশন করতে গিয়েই তারা এই নাচটি পছন্দ করে।