খাদ্যের পাশাপাশি পুষ্টির নিরাপত্তা নিশ্চিতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। লক্ষ্য পূরণে বেসরকারি খাতকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন তিনি।
বৃহস্পতিবার (১৮ এপ্রিল) রাজধানীর শেরেবাংলা নগরে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী উদ্বোধনকালে তিনি এসব কথা জানান।
প্রধানমন্ত্রী বলেন, ডেইরি, ফিসারিজ ও পোলট্রিসহ প্রাণিসম্পদ খাতে তরুণদের উৎসাহ যোগাতে সহায়তা দিচ্ছে সরকার। প্রাণিসম্পদ সেবা সপ্তাহ উদ্বোধনের পর প্রদর্শনীর বিভিন্ন স্টল ঘুরে দেখেন তিনি। ঢাকায় দুইদিনের প্রদর্শনীর পাশাপাশি দেশের ৬৪ জেলার ৪৬৬টি উপজেলায় এ প্রদর্শনী একযোগে অনুষ্ঠিত হচ্ছে।
এসব প্রদর্শনীতে গাভী, বাছুর, ষাঁড়, মহিষ, ছাগল, ভেড়া, মুরগী, হাঁস, দুম্বা, কবুতর, সৌখিন পাখি, পোষা প্রাণি এবং বিভিন্ন প্রযুক্তি প্রদর্শন করা হচ্ছে।
আল / দীপ্ত সংবাদ