শনিবার, নভেম্বর ১৫, ২০২৫
শনিবার, নভেম্বর ১৫, ২০২৫

পুলিশ সদস্যদের গায়ে উঠেছে নতুন পোশাক

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

বাংলাদেশ পুলিশ বাহিনী সদস্যদের গায়ে উঠেছে নতুন পোশাক।

শনিবার (১৫ নভেম্বর) ঢাকা মহানগর পুলিশসহ (ডিএমপি) দেশের সব মহানগর পুলিশ ও বিশেষায়িত ইউনিটে নতুন লৌহ রঙের পোশাক পরা শুরু হয়েছে। তবে জেলা পুলিশ এখনও নতুন পোশাক পায়নি।

ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম ও জনসংযোগ বিভাগ উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান বলেন, ‘আজ থেকে সব মহানগরে পুলিশের নতুন পোশাক চালু হয়েছে। পর্যায়ক্রমে সব সদস্য এই পোশাক পাবেন।’

পুলিশ সদর দপ্তরের গণমাধ্যম ও জনসংযোগ বিভাগ সহকারী মহাপরিদর্শক (এআইজি) এ এইচ এম শাহাদাত হোসাইন বলেন, ‘জেলা ও রেঞ্জ পুলিশ পর্যায়ক্রমে নতুন এই পোশাক পরবেন। তবে বিশেষায়িত ইউনিট আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) ও স্পেশাল প্রটেকশন ব্যাটালিয়ন (এসপিবিএন) সদস্যরা আগের পোশাকই পরবেন।’

এর আগে, স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছিলেন, ‘পোশাক পরিবর্তনের সিদ্ধান্ত হয়ে গেছে। পুলিশের জন্য, র‌্যাবের জন্য এবং আনসারের জন্য নতুন তিনটা পোশাক সিলেক্ট করা হয়েছে। এটা ইমপ্লিমেন্ট হবে আস্তে আস্তে। একসঙ্গে সব করা যাবে না।’

উল্লেখ্য, বৈষম্যবিরোধী আন্দোলনে দমনপীড়নের অভিযোগ ওঠার পর থেকে পুলিশ বাহিনী সংস্কার ও পোশাক পরিবর্তনের দাবি উঠলে অন্তর্বর্তী সরকার নতুন পোশাক অনুমোদন করে। এরই অংশ হিসেবে লৌহ রঙের নতুন পোশাক দেওয়া হয়েছে।

 

এসএ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More