পরিচয় জেনেও বরগুনায় প্রকাশ্যে এক পুলিশ সদস্যকে মারধর করা হয়েছে। এ ঘটনায় মামলা হলে চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (২৬ জুলাই) বিকেলে বরগুনা পৌর বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী পুলিশ সদস্যের নাম আবু মুছা। তিনি বরগুনা সদর থানায় পুলিশ কনেস্টবল পদে কর্মরত আছেন।
আহত ওই পুলিশ সদস্যকে বরগুনা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ বলছে, সুনাম ক্ষুণ্ণ করার পাশাপাশি পুলিশের মনবল ভেঙে দিতেই সুপরিকল্পিতভাবে এই হামলা চালানো হয়েছে। এর একটি ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।
ভিডিও ফুটেজে দেখা যায়, কয়েকজন যুবক মিলে এক পুলিশ সদস্যকে বেধড়ক মারধর করছেন। এসময় এক নারীকেও ওই পুলিশ সদস্যকে মারধর করতে দেখা যায়।
বরগুনা সদর সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আবদুল হালিম বলেন, পেশাগত দায়িত্ব পালনে যাওয়ার পথে বরগুনার পৌর বাসস্ট্যান্ড এলাকায় পূর্ব পরিকল্পিতভাবে ওই পুলিশ সদস্যের উপর হামলা চালানো হয়।
এ ঘটনায় পুলিশ বাদী হয়ে চারজনের নাম উল্লেখ করে বরগুনা সদর থানায় মামলা দায়ের করেছেন। অভিযুক্ত সবাইকে গ্রেফতার করেছে পুলিশ।
এ ঘটনায় প্রধান অভিযুক্ত গোলাম মাওলা মল্লিক বরগুনা জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার গাড়ি চালক হিসেবে কর্মরত রয়েছেন।
শায়লা/ দীপ্ত নিউজ