ফেনীতে জেলা বিএনপির পদযাত্রায় পুলিশ–বিএনপি মাঝে সংঘর্ষে বিএনপি নেতাকর্মী ও সাংবাদিকসহ ৫০ জন আহত হয়েছে।
মঙ্গলবার (১৮ জুলাই) বিকালে ফেনী শহরের জিরোপয়েন্ট এলাকায় এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ অন্তত ২০/৩০ রাউন্ড গুলি ছোড়ে। ঘটনায় কয়েকটি গাড়ি ভাংচুর হয়।
সংবাদ সংগ্রহের সময় মোহনা টিভি ও স্থানীয় দৈনিক ফেনীর নিজস্ব প্রতিবেদক তোফায়েল আহমেদ নিলয় ও মুস্তাফিজ মুরাদ আহত হয়। পত্রিকাটির সম্পাদক আরিফুল আমিন রিজভী বলেন, আহত সংবাদকর্মীদের উদ্ধার করা হয়েছে।
জানা যায়, প্রধানমন্ত্রী পদত্যাগের দাবীতে ফেনী জেলা বিএনপির আহবায়ক শেখ ফরিদ বাহার ও সদস্য সচিব আলাল উদ্দিনের নেতৃত্বে অন্তত ২০ হাজার নেতাকর্মী শহরের দাউদপুর ব্রিজ সংলগ্ন স্থান থেকে পদযাত্রা শুরু করে। পদযাত্রাটি শহরের জিরোপয়েন্টে এলে পুলিশ শহীদ শহীদুল্লা কায়সার সড়কের দিকে ঘুরিয়ে দেয়। পরে পদযাত্রাটি ইসলামপুর রোড়ের মাথায় পৌঁছলে পুলিশের আরেকটি দল মিছিলটি বিএনপির কার্যালয়ের দিকে ঘুরিয়ে দেয়ার চেস্টা করলে পুলিশের সাথে নেতাকর্মীদের ধাক্কা ধাক্কির এক পর্যায়ে সংঘর্ষ শুরু হয়।
জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন বলেন, পদযাত্রা নিয়ে ইসলামপুর এলাকায় যাওয়ার পর হঠাৎ করে তাদের ইটপাটকেল নিক্ষেপ করে দূর্বৃত্তরা। এসময় নেতাকর্মীরাও ক্ষেপে উঠে সংঘর্ষ বেঁধে যায়। সংঘর্ষে আমাদের ২‘শরও বেশি নেতা–কর্মী আহত হয়েছে।
পুলিশ সুপার জাকির হাসান জানান, বিএনপি নেতা–কর্মীরা পুলিশকে লক্ষ্য করে ককটেল ও ইটপাটকেল নিক্ষেপ করে। পুলিশ নিরাপত্তার জন্য ফাঁকা গুলি ও টিয়ারশেল নিক্ষেপ করে।
আল–মামুন/এসএ/দীপ্ত নিউজ