চুয়াডাঙ্গায় পুলিশের বিশেষ অভিযানে বিএনপি–জামায়াতের ২০ নেতা–কর্মিকে গ্রেফতার করা হয়েছে। বুধবার (২৬ জুলাই) ভোর থেকে দুপুর পর্যন্ত জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো– জেলার দর্শনা থানার তানজিল (২৬), আমজাদ (৫৭), হাফিজুর (২৫), আরাফাত (২৪), নাজমুল (৪০), লোকমান (৫৫), মোশাররফ (৪৮), আসাদুজ্জামন (৫৩), আলমডাঙ্গা থানার ওবাইদুল ইসলাম (৪৩), লুৎফর রহমান (৫০), ফারুক হোসেন (৪০), নাজমুস সালেহীন (৪২), সমসের (৪৭), বাদশা (৬০), ফতেহ (৬০), জনি (২৮), আতাউল (৪৫), মজিবুর রহমান (৫৫), সদর থানার মনি (৬০) ও সোহেল(৩৬)।
পুলিশ সূত্রে জানা গেছে, চুয়াডাঙ্গার দর্শনা থানার ওসি ফেরদৌস ওয়াহিদ নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দুপুরে দক্ষিন চাঁদপুর মাধ্যমিক স্কুল মোড়ে অভিযান চালিয়ে জামায়াতের ৭ নেতা কর্মিকে ৭টি হাত বোমা সদৃশ্য বস্তুসহ আটক করা হয়।
এদিকে আলমডাঙ্গা থানা পুলিশ আলমডাঙ্গা বন্ডবিল এলাকায় বিএনপি–জামায়াতের নেতাকর্মিরা অস্ত্রসস্ত্রে সজ্জিত হয়ে গোপন বৈঠক করছে এমন সংবাদে রাত সোয়া ১টার দিকে অভিযান পরিচালনা করে বিএনপি–জামায়াতের ১১ নেতা কর্মিকে বোমা সাদৃশ্য বস্তুর বিভিন্ন অংশসহ আটক করে।
সংশ্লিষ্ট থানার ওসিরা জানান, এ বিষয়ে আলমডাঙ্গা থানায় বিষ্ফোরক ও বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে। চুয়াডাঙ্গা আদালতে সোপর্দ করা হলে আদালতের বিজ্ঞ বিচারক আসামীদের জামিন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরণের নির্দেশ দিয়েছে।
এসএ/দীপ্ত নিউজ