পুরোপুরি ফিট তামিম ইকবাল খেলবেন এবারের বিপিএলে। করবেন ফরচুন বরিশালের অধিনায়কত্ব। বিষয়টি নিশ্চিত করেছেন দলটির কোচ মিজানুর রহমান বাবুল। আরেক ফ্রাঞ্চাইজি চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের পেসার আল–আমিনের লক্ষ্য, সেরা উইকেট শিকারী হয়ে, জাতীয় দলে ফেরা।
দীর্ঘ দিন পর ব্যাট হাতে তামিম ইকবালের পূবেরগাঁও ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের মাঠে তামিম ইকবাল। যা দেখে, তামিম ভক্তদের মনে আনন্দের জোয়ার। প্রায় চার মাস পর, ব্যাট হাতে উঠলো দেশ সেরা এই ওপেনারের। মাঝে ঘটে গেলো নানা নাটক। সবটা পেছনে ফেলে, নিজের উইলোতে রানের ফোয়ারা ফোটানোর অপেক্ষায় তামিম।
প্রথম দুই আসরে টুর্নামেন্টের তৃতীয় সেরা দলটির গেলো আসরে অবস্থান ছিলো সাতে। এবার সেই ব্যর্থতা থেকে বেরিয়ে আসার লক্ষ্য চট্টগ্রাম চ্যালেঞ্জার্সে। দলটিতে লোকাল বোলার নিহাদউজ্জামান, শহীদুল ইসলামের পাশাপাশি রয়েছে অভিজ্ঞ পেসার আল আমিন হোসেন ও সালাউদ্দিন শাকিল। সাথে আছেন পাকিস্তানি পেসার মোহাম্মদ হাসনাইন।
খুব একটি বিদেশি খেলোয়াড় নেই দূর্দান্ত ঢাকাতে। ভরসা করার মতো আছেন উসমান কাদির আর চাতুরাঙ্গা ডি সিলভা। তাই দেশীয় খেলোয়াড়দের ওপরই এবার নজর তাদের। আগামী ১৯ জানুয়ারি শুরু হবে সাত ফ্রাঞ্চাইজির অংশগ্রহণে বিপিএলের দশম আসর।
আল / দীপ্ত সংবাদ