উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উনের সঙ্গে বৈঠক করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
রাশিয়ার পূর্বাঞ্চলীয় আমুর শহরের ভোসতোচনি রকেট ও মহাকাশ কেন্দ্রে এই বৈঠক অনুষ্ঠিত হয়।কিমকে মহাকাশ কেন্দ্রে স্বাগত জানান পুতিন। আনুষ্ঠানিক বৈঠকে কিমের বোন কিউ ইয়ো জং এবং রুশ প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শুইগো উপস্থিত ছিলেন।
আনুষ্ঠানিক বৈঠকে ইউক্রেনে রাশিয়ার হামলার সমর্থন জানিয়েছেন কিম জং। অস্ত্র চুক্তি ছাড়াও দুই দেশের মধ্যে সম্পর্ক উন্নয়ন নিয়ে বিশদ আলোচনা হয়েছে বলে জানিয়েছেন ক্রেমলিনের মুখমাত্র দিমিত্রি পেসকোভ। বৈঠক শেষে দেশে ফিরে যাচ্ছেন কিম জং উন।
চার বছর পর মুখোমুখি বৈঠক করেছেন দুই মিত্র দেশ উত্তর কোরিয়া ও রাশিয়ার প্রেসিডেন্ট। বেশ কিছুদিন ধরেই নানা জল্পনা কল্পনা চলছিল এই বৈঠক নিয়ে।
বৈঠকের আগে ট্রেনে উত্তর কোরিয়া থেকে রাশিয়ায় পৌঁছান কিম জং উন। বিশাল ও সর্বাধুনিক এ ট্রেনের আমুরে পৌঁছাতে সময় লাগে প্রায় ২০ ঘণ্টা। রুশ প্রেসিডেন্টের দপ্তর ক্রেমলিনের মুখমাত্র দিমিত্রি পেসকোভ জানান, দুই নেতার বৈঠকে ‘খুবই স্পর্শকাতর‘ বিষয় নিয়ে আলোচনা হয়েছে।
এদিকে উত্তর কোরিয়া তার কক্ষপথে গোয়েন্দা স্যাটেলাইট স্থাপনে আবারো ব্যর্থ হয়েছে। ধারণা করা হচ্ছে, এ বিষয়ে মস্কোর সহযোগিতা চান কিম।
পুতিন ও কিমের এ বৈঠককে দ্বিপাক্ষিক অর্থনৈতিক বৈঠক বলা হলেও, পশ্চিমারা দাবি করছে, মস্কোর সঙ্গে অস্ত্র চুক্তি করতে রাশিয়ায় গেছেন কিম।
বিশেষজ্ঞরা বলছেন যুক্তরাষ্ট্রের সাথে বৈরী সম্পর্ক দুই দেশের মধ্যে সম্প্রীতি বাড়াতে কাজ করছে।
এদিকে দুইটি স্বল্প পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। পিয়ংইয়ংয়ের সুনান এলাকা থেকে পূর্ব সাগরে ক্ষেপণাস্ত্রগুলো নিক্ষেপ করা হয়।
এসএ/দীপ্ত নিউজ