নকল পুতিনের মুখোমুখি আসল পুতিন! এমন ঘটনা ঘটেছে রাশিয়ায় বছর শেষের প্রশ্নোত্তর পর্বে। অনুষ্ঠানে ভিডিও লিংকে ‘এআই‘ প্রযুক্তিতে তৈরি নিজের প্রতিরূপের প্রশ্নের মুখোমুখি হয়ে বিস্মিত হন প্রেসিডেন্ট পুতিন।
স্থানীয় সময় বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এআই প্রযুক্তি দিয়ে তৈরি নিজের এআই সংস্করণের মুখোমুখি হন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
ভিডিও কলে যুক্ত হয়ে এআই দিয়ে তৈরি পুতিনের প্রতিরূপ দেখে কিছু মুহুর্তের জন্য হতবাক হয়ে যান পুতিন।
এআই পুতিন নিজেকে সেন্ট পিটার্সবার্গ স্টেট ইউনিভার্সিটির একজন ছাত্র পরিচয় দিয়ে জানতে চান, আপনার অনেক প্রতিরূপ আছে, এটি কি সত্যি?’ এ প্রশ্নে অনুষ্ঠানে উপস্থিত সবার হাসির রোল পড়ে যায়।
এমন প্রশ্নে কিছুটা দ্বিধায় পরে যান রুশ প্রেসিডেন্ট।
পশ্চিমা গণমাধ্যমে এমন প্রচারণা রয়েছে যে, স্বাস্থ্যজনিত কারণে রুশ প্রেসিডেন্টের একাধিক এআই প্রতিরূপ তৈরি করা হয়েছে। যেগুলো দেখতে হুবহু পুতিনের মতোই। কিন্তু তা অস্বীকার করে আসছে ক্রেমলিন। পুতিনের স্বাস্থ্য ভালো আছে বলেও জোড় দাবি তাদের।
এসএ/দীপ্ত নিউজ