পাকিস্তান সুপার লিগে (পিএসএল) খেলার জন্য ছাড়পত্র পেয়েছেন লিটন দাস, রিশাদ হোসেন ও নাহিদ রানা। তবে লিটন ও রিশাদ পুরো মৌসুমের জন্য ছাড়পত্র পেলেও নাহিদ পেয়েছেন অর্ধেক সময়ের জন্য।
আগামী ১১ এপ্রিল থেকে ১৮ মে চলবে পাকিস্তানে ঘরোয়া ফ্র্যাঞ্চাইজি লিগ পিএসএল টি–টোয়েন্টি। এ সময় ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) চললেও লিটন ও রিশাদ পিএসএলে খেলবেন। ডিপিএলে লিটনের দল গুলশান ক্লাব, রিশাদ খেলছেন প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবে। বিসিবির মতো ক্লাব থেকেও ছাড়পত্র পেয়েছেন দুজন।
নাহিদ রানা অবশ্য জাতীয় দলের দায়িত্ব পালন করে যোগ দেবেন পিএসএলে। তার দল পেশোয়ার জালমির সঙ্গে যুক্ত হবেন ২৬ এপ্রিল থেকে। এর আগে সব ঠিক থাকলে ২০ থেকে ২৪ এপ্রিল জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের প্রথম টেস্টে খেলবেন তিনি।
পিএসএলের প্লেয়ার্স ড্রাফটে সিলভার ক্যাটাগরি থেকে দল পেয়েছেন রিশাদ। এই লেগ স্পিনারকে দলে ভিড়িয়েছে লাহোর কালান্দার্স। রিশাদের মতো সিলভার ক্যাটাগরি থেকে দল পেয়েছেন লিটন। তাকে দেখা যাবে করাচি কিংসে। পেশোয়ার জালমি নাহিদকে কিনেছে গোল্ড ক্যাটাগরি থেকে।