“বিদ্যুৎ ও পানির অপচয় রোধ” প্রতিপাদ্যকে সামনে রেখে পিরোজপুরে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ পালন ও ৪৪ তম জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড–২০২৩ উদযাপন উপলক্ষে শুরু হয়েছে ২ দিন ব্যাপী বিজ্ঞান মেলা ।
বুধবার (২৪ মে) বেলা সাড়ে ১১ টায় পিরোজপুর জেলা প্রশাসনের আয়োজনে পিরোজপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে ২ দিন ব্যাপী এ ক্ষুদে বিজ্ঞান মেলার উদ্বোধন করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে অতিরিক্তি জেলা প্রশাসনক (সার্বিক) মাধবী রায়ের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার মোহাম্মদ সাঈদুর রহমান, পৌর মেয়র মো: হাবিবুর রহমান মালেক।
সভায় বক্তারা বলেন, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে চাইলে এবং বিশ্বের সাথে তালমিলিয়ে সামনে এগোতে চাইলে অবশ্যই বিজ্ঞানমনস্ক জাতি গঠন করতে হবে। শিক্ষার্থীদের বিজ্ঞান বিষয়ে আগ্রহী করতে এবং তাদের বিজ্ঞান ও প্রযুক্তির বিষয়ে জ্ঞান বৃদ্ধির লাভের জন্যই সরকার এই বিজ্ঞাণ মেলার আয়োজন করেছে।
মেলায় জেলার ৭ টি উপজেলা থেকে বিভিন্ন স্কুল ও কলেজ পর্যায়ের ২৪ টি স্টল করা হয়েছে। মেলায় ক্ষুদে বিজ্ঞানীরা বিদ্যুৎ ও পানির অপচয় রোধে করনীয় বিষয়ে বিভিন্ন প্রজেক্ট উপস্থাপন করছে। মেলা চলবে প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত।
আল/দীপ্ত সংবাদ