পিরোজপুরের নাজিরপুর উপজেলার নাজিরপুর সদর ইউনিয়নে উপ–নির্বাচনে চেয়ারম্যান পদে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ চলছে।
বৃহস্পতিবার (২৫ মে) সকাল ৮টায় ইভিএম এ ভোটগ্রহণ শুরু হয়। ভোটগ্রহণ চলবে বিকেল ৪টা পর্যন্ত।
এ নির্বাচনে আওয়ামী লীগ এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ মোট ৫জন প্রার্থী চেয়ারম্যান পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বীতা করছেন। ৮ হাজার ৪৫৬ জন পুরুষ ও ৮ হাজার ৩৮৯ জন নারী সহ মোট ১৬ হাজার ৮৪৫ জন ভোটার এ নির্বাচনে তাদের ভোটাধিকার প্রয়োগ করবে।
নাজিরপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ মোশারেফ হোসেন খান উপজেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় এ ইউনিয়নে চেয়ারম্যান পদটি শূন্য হয়।
কবির হোসাইন/আফ/দীপ্ত নিউজ