দিনাজপুরে পিতা বঙ্কিমচন্দ্র রায় ওরফে বনরাম রায়কে হত্যা মামলায় পুত্র বাঞ্জারাম রায় (৪৮) কে মৃত্যুদণ্ড আদেশ ও ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেছে অতিরিক্ত জেলা আদালতে বিচারক।
মঙ্গলবার (১২ আগস্ট) দুপুর দুইটার দিকে দিনাজপুর অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক শ্যামসুন্দর রায় এই মামলার রায় ঘোষণা করেন।
আসামি বঞ্জোরাম রায় দিনাজপুর জেলা সদরের আমইর গ্রামের বঙ্কিমচন্দ্র রায় ওরফে বনরাম রায়ের বড় ছেলে।
দিনাজপুর জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট রবিউল ইসলাম পিতা হত্যার দায়ে পুত্রের মৃত্যুদণ্ডাদেশ ও অর্থদান্ডদেশ প্রদানের সংবাদ নিশ্চিত করেছেন। মামলার একমাত্র আসামি রায় প্রদানের সময় পলাতক ছিল ।
মামলা সূত্রে জানা যায়, বাঞ্জারাম ও তার বাবা বঙ্কিমচন্দ্রের মধ্যে দীর্ঘদিন যাবত ঝগড়া বিবাদ চলছিল। ১৭ সেপ্টেম্বর ২০০৬ রাতে বঙ্কিমচন্দ্র প্রকৃতির ডাকে ঘরের বাহিরে আসা মাত্রই বাঞ্জারাম ধারালো অস্ত্র নিয়ে এলোপাতাড়ি ভাবে হামলা চালিয়ে গুরুতর জখম করে। বঙ্কিমচন্দ্র চিৎতকার করতে থাকলে ছোট ছেলে নোহারাম তাকে উদ্ধার করতে এগিয়ে আসলে তাকেও অস্ত্র দিয়ে আঘাত করে আহত করে। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় বঙ্কিমচন্দ্র মারা যায়। এরপর ছোট ছেলের স্ত্রী কুমুতি রানী রায় বাদী হয়ে দিনাজপুর কোতোয়ালি থানায় একটি হত্যা মামলা দায়ের করে।
পিপি এ্যাডভোকেট রবিউল ইসলাম বলেন, এই রায়ে রাষ্ট্রপক্ষ সন্তুষ্ট হয়েছে। একাধিক স্বাক্ষির সাক্ষ্য গ্রহনের শেষে বিচারক এই রায় ঘোষনা করেন।
এসএ/দীপ্ত নিউজ