৩৭০০ কোটি টাকা লুটপাটের সঙ্গে বাংলাদেশ ব্যাংকের পাঁচ ডেপুটি গভর্নরের জড়িত থাকার তথ্য যাচাই-বাছাইয়ে কমিটি গঠন করেছে দুর্নীতি দমন কমিশন। বৃহস্পতিবার হাইকোর্টকে এমন তথ্য জানিয়ে কমিটির অগ্রগতি প্রতিবেদন দাখিলের জন্য সময় চেয়েছে দুদক।
গত ১৭ আগস্ট গণমাধ্যমে প্রকাশিত সংবাদে বলা হয়, ৩৭০০ কোটি টাকা লুটপাতে জড়িত পাঁচ ডেপুটি গভর্নর। বিষয়টি নজরে এলে এ বিষয়ে দুর্নীতি দমন কমিশন কি ব্যবস্থা নিয়েছে তা জানতে চায় হাইকোট। এর পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার আদালতে একটি প্রতিবেদন দেয় দুদক। তাতে বলা হয়, দুদক এরইমধ্যে পর্যালোচনা কমিটি গঠন করেছে। এছাড়া বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর এসকে সুর চৌধুরীর সম্পদ অর্জনের বিষয়ে আলাদা অনুসন্ধান চলছে। তদন্ত চলছে পিকে হালদারসহ অন্যান্যদের ৩৪টি মামলার।
শুনানিতে আদালত জানায়, সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন নেতিবাচক হিসেবে না দেখে, ইতিবাচক হতে হবে। কারণ দুর্নীতি এবং অর্থপাচারকারীদের ছাড় দেয়া হবে না। বিচারপতি নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের বেঞ্চে বিষয়টির পরবর্তী শুনানি হবে আগামী ৫ ফেব্রুয়ারি।