অভিনব পন্থায় পিকআপে বিশেষ লোহার বক্সে তৈরি করে ১০০ কেজি গাঁজা নিয়ে ঢাকা যাচ্ছিলো দুইজন! পথে গাঁজাসহ ধরা পড়লো র্যাবের হাতে। জব্দ করা হলো পিকআপ।
সোমবার (০৫ ফেব্রুয়ারি) রাতে ফেনী পৌরসভা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটকরা হলেন– চট্টগ্রামের ভূজপুর থানার পূর্ব সোনাই কড়ই বাগান গ্রামের ইসমাইল হোসেনের ছেলে মো. বেলাল হোসেন (২৭), বাচ্চু মিয়ার ছেলে শাহাদাত হোসেন বাবলু (২৮)।
র্যাব–৭, ফেনী ক্যাম্প জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব জানতে পারে কতিপয় মাদক ব্যবসায়ী পিকআপযোগে মাদক বহন করে বিক্রয়ের জন্য ফেনী থেকে ঢাকার এর দিকে নিয়ে যাচ্ছে। র্যাবের একটি দল ফেনী পৌরসভা এলাকায় অস্থায়ী চেকপোষ্ট স্থাপন করে গাড়ী তল্লাশী শুরু করে। এসময় র্যাবের চেকপোস্টের দিকে আসা একটি পিকআপকে থামানোর সংকেত দিলে পিকআপটি না থামিয়ে কৌশলে দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করে। র্যাব সদস্যরা পিকআপটি আটক করে।
আরও পড়ুন: বাদামের প্যাকেটের আড়ালে গাঁজা বিক্রি !
আটককৃতদের জিজ্ঞাসাবাদ ও তল্লাশীকালে পিকআপের পিছনে মালামাল বহন করার জায়গায় বিশেষ কৌশলে প্রস্তুতকৃত দুটি লোহার ঢাকনা দ্বারা আবৃত বক্সের ভেতর থেকে ১০০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক মূল্য ১৫ লাখ টাকা। এসময় মাদক পরিবহনে ব্যবহৃত পিকআপটি জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা জানায়, তারা দীর্ঘদিন যাবৎ ড্রাইভিং পেশার আড়ালে সুকৌশলে গাঁজা ফেনীর সীমান্তবর্তী এলাকা থেকে সংগ্রহ করে ঢাকাসহ পার্শ্ববর্তী জেলার বিভিন্ন মাদক কারবারী ও সেবনকারীদের নিকট খুচরা ও পাইকারী মূল্যে বিক্রি করে আসছে। এছাড়াও মালামাল পরিবহনের আড়ালে ছদ্মবেশে মাদক পাচার ও কারবারের সাথে জড়িত বলে স্বীকার করে।
ফেনীস্থ র্যাবের কোম্পানি অধিনায়ক স্কোয়াডন লিডার মোহাম্মদ সাদেকুল ইসলাম জানান, আটক দুই ব্যক্তি, জব্দকৃত গাঁজা ও পিকআপ আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য ফেনী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
মামুন / আল / দীপ্ত সংবাদ