ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের ফেনীর কাজির দিঘি এলাকায় মালবাহী কাভার্ডভ্যানে পেছন থেকে পিকআপের ধাক্কায় স্বামী–স্ত্রী সহ তিনজন নিহত হয়েছে এবং দুইজন আহত হয়েছে। বুধবার (৩১ মে) দিবাগত রাত আড়াইটার দিকে মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় নিহতরা হলেন– কুমিল্লার হোমনা উপজেলার সোয়ারামপুর গ্রামের জামাল মিয়ার ছেলে শিমুল (৩০) ও তার স্ত্রী ইয়াসমিন (২৮) এবং কুমিল্লার বুড়িচং উপজেলার কোরপাই গ্রামের বাকের মিয়ার ছেলে পিকআপ চালক আবু সাঈদ (২৯)। একই ঘটনায় দেলোয়ার হোসেন (৬৫) ও পিকআপের হেলপার সাগর (২২) নামের আরো দুজন আহত হয়েছেন।
পুলিশ জানায়, বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে মহাসড়কের ঢাকা মুখী লেনের কাজির দিঘি নামক স্থানে দাঁড়িয়ে থাকা একটি কাভার্ডভ্যানে পিছনে ধাক্কা দেয় দ্রুতগতির পিকআপ। চট্টগ্রাম থেকে বাসার মালামাল নিয়ে কুমিল্লায় যাচ্ছিলো দুর্ঘটনা কবলিতরা। এতে পিকআপটি দুমড়ে–মুষড়ে যায়। তাৎক্ষণিক পুলিশ এসে হতাহতদের ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক ৩ জনকে মৃত ঘোষণা করেন। ২ জনকে হাসপাতালে ভর্তি করে।
ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স ফেনীর কর্মকর্তা উজ্জ্বল বড়ুয়া জানান, রাতে খবর পায় ফায়ার সার্ভিস। ২টা ৩০ মিনিটে ঘটনাস্থলে গিয়ে চার জনকে উদ্ধার করে।
হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক রায়হান উদ্দিন চৌধুরী বলেন, এ ঘটনায় সর্বশেষ তিনজনের মৃত্যু হয়। দুইজন গুরুতর আহত হয়েছেন। একজন প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। মৃতদেহগুলো মর্গে রাখা হয়েছে।
ফেনীর মুহুরীগঞ্জ হাইওয়ে পুলিশের ওসি রাশেদ খান চৌধুরী জানান, দুর্ঘটনায় পিকআপে থাকা ৩ জনের মৃত্যু হয়েছে। ক্ষতিগ্রস্ত গাড়ি পুলিশ হেফাজতে নেয়া হয়েছে।
আবদুল্লাহ আল-মামুন/আফ/দীপ্ত নিউজ