উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের দ্বিতীয় সেমিফাইনালের প্রথম লেগে পিএসজিকে ১–০ গোলে হারিয়েছে বরুশিয়া ডর্টমুন্ড। নিজেদের মাঠ হওয়ায় সমর্থকদের উল্লাস ছিলো বাধভাঙা। আগামী ৭ মে ফিরতি লেগে বরুশিয়াকে আতিথ্য জানাবে পিএসজি।
বুধবার (১ মে) রাতের খেলায় সিগনাল এদুনা পার্কে পিএসজিকে আতিথ্য জানায় বরুশিয়া ডর্টমুন্ড।
স্বাগতিক হওয়ায় হলুদ জার্সির ঢেউ ছিলো গ্যালারিতে। ম্যাচের শুরু থেকেই বল দখলের লড়াইয়ে এগিয়ে থাকে স্বাগতিকরা। আর গোল ব্যবধানে এগিয়ে যায় ম্যাচের ৩৬ মিনিটে। নিকো শ্লটারবেকের বাড়ানো বলে জার্মান স্ট্রাইকার নিকলাস ফুলক্রুগের গোলে এগিয়ে যায় স্বাগতিকরা। এই মৌসুমের আগে কখনো চ্যাম্পিয়ন্স লিগে খেলেননি তিনি। তবে বুন্দেসলিগায় এবারের আসরে এখন পর্যন্ত তিনটি গোল করেছেন ৩১ বছর বয়সী এই ফুটবলার।
বিরতির পর নতুন উদ্যমে শুরু করা পিএসজি গোল সমতায় ফিরতে পারতো ৫১ মিনিটেই। তবে দুর্ভাগা দলটি বাকিটা সময় প্রাণপন চেষ্টা করেও সাফল্য পায়নি। শেষ পর্যন্ত মাঠ ছাড়ে সেমিফাইনাল লড়াইয়ে পিছিয়ে থেকেই।
পরাজয়ের ব্যবধানটা খুব বড় নয়। দ্বিতীয়বারের মতো প্রতিযোগিতার ফাইনালে যাওয়ার ভালো সুযোগ এখনো তাদের থাকছে। আগামী সাত মে, ফিরতি লেগে বরুশিয়া ডর্টমুন্ডকে আতিথ্য দেবে পিএসজি। ঘরের মাঠে ডর্টমুন্ডের বিপক্ষে জোড়া গোল ব্যবধানে জিততে পারলেই ওয়েম্বিল‘র টিকিট পাবে ফরাসিরা।
আল/ দীপ্ত সংবাদ