পাকিস্তান সুপার লিগের (পিএসএল) চলতি আসর থেকে সবার আগে ছিটকে গেছে মোহাম্মদ রিজওয়ানের নেতৃত্বাধীন মুলতান সুলতানস। ৮ ম্যাচের ৭টিতেই হেরেছে দলটি।
বৃহস্পতিবার (১মে) রাতে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে করাচি কিংসের কাছে ৮৭ রানে টুর্নামেন্ট থেকে বিদায় নেয় মুলতান।
আগে ব্যাট করে ৪ উইকেটে ২০৪ রানের বিশাল স্কোর করে করাচি কিংস। করাচি‘কে বিশাল পুঁজি এনে দেওয়ার পথে বড় অবদান জেমস ভিন্সের। ৪৫ বলে ৬৫ রানের অপরাজিত ঝোড়ো ইনিংস খেলেন তিনি। শেষদিকে তাণ্ডব চালান খুশদিল শাহ। ১৩ বলে ৩৩ রান তুলে দলকে ২০০ পার করিয়ে দেন তিনি। এছাড়া অধিনায়ক ডেভিড ওয়ার্নার ৩০ ও সেইফার্ট ২২ রান করেন।
বল হাতে করাচি কিংসের হয়ে মাত্র ১৪ রান খরচায় ৩ উইকেট শিকার করেন মোহাম্মদ নবি। ২টি করে উইকেট নেন খুশদিল শাহ ও মির হামজা। আর মুলতানের হয়ে ২ উইকেট নেন উবাইদ শাহ।
২০৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে মাত্র ২ বল খেলে রানের খাতা খোলার আগেই সাজঘরে ফেরেন রিজওয়ান। আব্বাস আফ্রিদির বলে উইকেটরক্ষক টিম সেইফার্টের হাতে ক্যাচ হন মুলতান অধিনায়ক (২ বলে ০)।
এই ম্যাচে মুলতানের হয়ে সর্বোচ্চ ২৫ বলে ২৯ রানের ইনিংস খেলেন কামরান গুলাম। এছাড়া ইয়াসির খান ১৭ বলে ২৬, ক্রিস জর্ডান ৯ বলে ১৫ ও কার্টিস ক্যাম্পার ৮ বলে ১২ রান করেন। বাকিরা ছিলেন এক অংকে বন্দি।
টুর্নামেন্ট থেকে বিদায় নিশ্চিত ম্যাচে বিব্রতকর এক রেকর্ড করেন মুলতান অধিনায়ক মোহাম্মদ রিজওয়ান। মুলতানের ইতিহাসে তিনি সর্বোচ্চ ডাক মারার (৫ বার) রেকর্ড করেছেন।
উল্লেখ্য, পাকিস্তান সুপার লিগে ৭ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে টেবিলের ৪ উঠেছে করাচি।
ইএ/এসএ