ফের ক্রিকেটে ফিরতে যাচ্ছেন সাকিব আল হাসান। সবকিছু ঠিক থাকলে পাকিস্তান সুপার লিগে (পিএসএল) দেখা যাবে তাকে।
চলতি আসরে পিএসএলে ড্রাফটে নাম থাকলেও অবিক্রিত ছিলেন সাকিব। তবে টুর্নামেন্টের মাঝপথে দৃশ্যপট বদলে গেছে; লাহোর কালান্দার্স দলে ভিড়িয়েছে অভিজ্ঞ এই অলরাউন্ডারকে। পিএসএল খেলতে পাকিস্তানে চলে যাবেন।
ভারত–পাকিস্তানের সাম্প্রতিক সামরিক উত্তেজনার কারণে কিছুদিনের জন্য স্থগিত ছিল পিএসএল। ১৭ মে থেকে মাঠে গড়াবে বাকি অংশ। কিন্তু স্থগিতাদেশের কারণে বেশ কিছু বিদেশি ক্রিকেটার আর টুর্নামেন্টে ফিরছেন না। ফলে ফাঁকা হয়ে যাওয়া জায়গাগুলোতে নতুন করে ক্রিকেটার দলে নিচ্ছে ফ্র্যাঞ্চাইজিগুলো। এমন পরিস্থিতিতেই সুযোগ এসেছে সাকিবের সামনে। বুধবার তাকে দলে টানে লাহোর কালান্দার্স।
পিএসএলে এটি সাকিবের প্রথমবারের অংশগ্রহণ নয়। ২০১৬ সালে করাচি কিংসের হয়ে অভিষেক ম্যাচেই ঝলক দেখান এই অলরাউন্ডার–৩৫ বলে ৫১ রান ও ১ উইকেট নিয়ে হন ম্যাচসেরা। এরপর খেলেছেন পেশোয়ার জালমি ও লাহোর কালান্দার্সের হয়েও। যদিও ইনজুরি ও অন্যান্য ব্যস্ততার কারণে নিয়মিত ছিলেন না কোনো মৌসুমেই।
এখন পর্যন্ত পিএসএলে ১৪ ম্যাচ খেলে ব্যাট হাতে করেছেন ১৮১ রান। গড় ১৬.৩৬, স্ট্রাইক রেট ১০৭.১৪। বল হাতে নিয়েছেন ৮ উইকেট; ইকোনোমি ৭.৩৯।