আজ শুরু হচ্ছে পাকিস্তান সুপার লিগের দশম আসর। ছয় দলের এই টি–টোয়েন্টি টুর্নামেন্টে এবার খেলবেন বাংলাদেশের তিন ক্রিকেটার লিটন দাস, রিশাদ হোসেন ও নাহিদ রানা।
পাকিস্তানের এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে উইকেটকিপার–ব্যাটার লিটন খেলবেন করাচি কিংসে। লেগ স্পিন অলরাউন্ডার রিশাদকে নিয়েছে লাহোর কালান্দার্স আর আলোচিত পেসার নাহিদকে কিনেছে পেশোয়ার জালমি। লিটন ও রিশাদকে পুরো মৌসুম খেলার অনুমতি দিয়েছে বিসিবি। তবে নাহিদকে শর্তসাপেক্ষে অনাপত্তিপত্র দেওয়া হয়েছে।
আগামী ২০ এপ্রিল জিম্বাবুয়ের বিপক্ষে শুরু হতে যাওয়া প্রথম টেস্ট খেলে পাকিস্তানে যাবেন ২২ বছর বয়সী এই পেসার। ফলে নাহিদকে প্রথম পাঁচ ম্যাচে পাবে না পেশোয়ার। সব ঠিক থাকলে ২৭ এপ্রিল কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের ম্যাচ দিয়ে নাহিদকে প্রথমবারের মতো পিএসএলে দেখা যেতে পারে। রাওয়ালপিন্ডিতে আজ উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন ইসলামাবাদ ইউনাইটেড ও রিশাদের দল লাহোর কালান্দার্স। আগামী ১৮ মে পর্দা নামবে আসরের।