বৃহস্পতিবার, অক্টোবর ১৬, ২০২৫
বৃহস্পতিবার, অক্টোবর ১৬, ২০২৫

পিআর পদ্ধতি কী জনগণ তা বুঝেন না: মির্জা ফখরুল

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশ বাঁচাতে জনগণ আগে নির্বাচন চায়। অথচ কিছু দল নির্বাচন পেছানোর পাঁয়তারা করছে।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) ঠাকুরগাঁও সদর উপজেলার বেগুনবাড়ি ইউনিয়নের দানারহাট ঈদগাহ মাঠে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

আসন্ন নির্বাচন পেছাতে একটি পক্ষ বিভিন্ন দাবি দাওয়া নিয়ে সরকারকে ব্যতিব্যস্ত রাখছে বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, ‘পিআর পদ্ধতি কী জনগণ তা বুঝেন না। নির্বাচন হলে, সরকার গঠন হলে সব সমস্যা সংসদে আলোচনা করা যাবে।’

তিনি আরও বলেন, ‘বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে কোনো সুষ্ঠু নির্বাচন হয়নি, আমরা কেউ ভোট দিতে পারিনি, আমাদের শান্তিতে ঘুমাতে দেয়নি। এখন অন্তত ঠিকমতো ঘুমাতে পারছি।’

বিএনপির আমলে ঠাকুরগাঁও ও দেশের বিভিন্ন স্থানের উন্নয়নমূলক কর্মকাণ্ড তুলে ধরে জনগণকে আবারও ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান মির্জা ফখরুল।

বিএনপি মহাসচিব বলেন, ‘বিগত সরকারের কাছে দেনদরবার করেছি বেগম জিয়াকে বিদেশে নিয়ে চিকিৎসার জন্য। কিন্তু হাসিনা বললেন, পদ্মাসেতু থেকে টুস করে ফেলে দেবেন বেগম খালেদা জিয়াকে। প্রতিশোধ নয়, প্রতিহিংসা নয়, মানুষের ভালোবাসা অর্জন করবে বিএনপি।’

বেগুনবাড়ি ইউনিয়ন বিএনপির সভাপতি এস এম আবুল কাশেম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিএনপির জেলা সভাপতি মির্জা ফয়সাল আমীন, সাধারণ সম্পাদক পয়গাম আলীসহ শিক্ষকশিক্ষার্থী, মুসলিমহিন্দু সম্প্রদায়ের নারীপুরুষ, রাজনৈতিক ব্যক্তিত্বসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More