ক্ষমা প্রার্থনা এবং জলবুদ্ধ ও গঙ্গাদেবীর পূজার মধ্য দিয়ে তিন পার্বত্য চট্টগ্রামের অন্যতম বৃহৎ সামাজিক উৎসব বিজু–বিষু শুরু হয়েছে।
শনিবার (১২ এপ্রিল) সকাল ৭টায় বান্দরবানের সাঙ্গু নদীতে চাকমা ও তঞ্চঙ্গ্যা সম্প্রদায়ের মানুষজন জলবুদ্ধ ও মা–গঙ্গাদেবীকে ফুল অর্পনের মাধ্যমে বিজু ও বিষু উৎসবের সূচনা করেন।
বান্দরবান, রাঙামাটি ও খাগড়াছড়ি এই তিন পার্বত্য জেলায় বসবাসরত ১১টি জাতিগোষ্ঠীর বিজু ও বিষু সবচেয়ে বড় সামাজিক উৎসব। উৎসবকে কেন্দ্র করে পাহাড়ি জনপদে বইছে আনন্দের আমেজ।
ভোর থেকেই বিভিন্ন স্থান থেকে ফুল সংগ্রহ করে ঐতিহ্যবাহী পোশাক পরে কলাপাতায় সাজানো ফুল নিয়ে সাঙ্গু নদীর তীরে জড়ো হন। মোমবাতি জ্বালিয়ে, ফুল অর্পণ করে অতীতের ভুলভ্রান্তির জন্য ক্ষমা প্রার্থনা করেন তারা। সেইসঙ্গে প্রার্থনা করেন, অতীতের সব দুঃখ–কষ্ট যেন নদীর স্রোতের মতো ভেসে যায় এবং ভবিষ্যত দিনগুলো শান্তি ও সমৃদ্ধিতে কাটে।
ইএ/এজে/দীপ্ত সংবাদ