টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে স্বাভাবিকভাবে বৃদ্ধি পেয়েছে কাপ্তাই হ্রদের পানি। এতে ডুবতে শুরু করেছে রাঙ্গামাটি জেলার পর্যটন শিল্পের আইকন খ্যাত ‘ঝুলন্ত সেতু‘।
মঙ্গলবার (২৯ জুলাই) দুপুরে দেখা যায়, সেতুর পাটাতন কোথাও কোথাও ২ থেকে ৪ ইঞ্চি পর্যন্ত তলিয়ে গেছে এবং পানি বৃদ্ধি অব্যাহত আছে।
পর্যটন ঘাট বোট চালক সমিতির নেতা মো. সালাউদ্দিন জানান, ‘এভাবে পানি বাড়তে থাকলে দুই–এক দিনের মধ্যেই পুরো সেতু ডুবে যাবে। তখন পর্যটন ব্যবসায় বড় ধরনের ধস নামবে।’
পর্যটন করপোরেশনের ব্যবস্থাপক অলোক বিকাশ চাকমা বলেন, ‘উজান থেকে নেমে আসা পানির কারণে হ্রদের পানি বৃদ্ধি পাচ্ছে। সেজন্যই সেতু পাটাতনে পানি উঠতে শুরু করেছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।’
কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্র সূত্র জানায়, মঙ্গলবার হ্রদের পানির উচ্চতা ছিল ১০৫.২৬ এমএসএল।বর্তমানে ৫টি ইউনিট চালিয়ে কেন্দ্র থেকে ২১৮ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা হচ্ছে।
প্রসঙ্গত, কাপ্তাই হ্রদের ধারণক্ষমতা ১০৯ এমএসএল হলেও প্রতিবছর ১০৫ এমএসএল অতিক্রম করলেই ‘ঝুলন্ত সেতু‘ ডুবে যায়।
এসএ