এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। এবারে মোট পাসের হার ৮৫ দশমিক ৯৫ শতাংশ। ফলাফল বিশ্লেষণে দেখা গেছে, পাসের হারে এবার এগিয়ে আছে মাদরাসা শিক্ষা বোর্ড। তবে সর্বোচ্চ জিপিএ ফাইভ নিয়ে শীর্ষে আছে ঢাকা শিক্ষা বোর্ড।
বুধবার (৮ ফেব্রুয়ারি) সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ফলাফলের সারসংক্ষেপ হস্তান্তর করেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। এরপর প্রধানমন্ত্রী আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করেন।
ফলাফলে শীর্ষে থাকা মাদরাসা শিক্ষা বোর্ডে এবার পাসের হার ৯২ দশমিক ৫৬ শতাংশ। পাসের হারে দ্বিতীয় অবস্থানে রয়েছে কারিগরি শিক্ষা বোর্ড। এই বোর্ডে পাসের হার ৯১ দশমিক ২ শতাংশ। পাসের হারে তৃতীয় অবস্থানে কুমিল্লা ৯০ দশমিক ৭২ শতাংশ।
উল্লেখ্য, ২০২১ সালের তুলনায় প্রতিটি বোর্ডেই এবার পাশের হার কম। ২০২১ সালের এইচএসসি পরীক্ষায় পাসের হার ছিল ৯৫ দশমিক ২৬ শতাংশ। ২০২২ সালের পরীক্ষায় পাসের হার কমেছে ৯ দশমিক ৩১ শতাংশ।
এ বছর জিপিএ ৫ পেয়েছেন ১ লাখ ৭৬ হাজার ২৮২ জন শিক্ষার্থী। গত বছর এ সংখ্যা ছিল ১ লাখ ৮৯ হাজার ১৬৯। ফলে গত বছরের তুলনায় এ বছর জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা কমেছে ১২ হাজার ৮৮৭ জন।
এ বছর নয়টি সাধারণ শিক্ষাবোর্ডের মধ্যে ঢাকা বোর্ডে পাসের হার ৮৭ দশমিক ৮৩ শতাংশ, জিপিএ ৫ পেয়েছেন ৬২ হাজার ৪২১ জন শিক্ষার্থী। রাজশাহী বোর্ডে পাসের হার ৮১ দশমিক ৫৯ শতাংশ, জিপিএ ৫ পেয়েছেন ২১ হাজার ৮৫৫ জন শিক্ষার্থী। কুমিল্লা বোর্ডে পাসের হার ৯০ দশমিক ৭ শতাংশ, জিপিএ ৫ পেয়েছেন ১৪ হাজার ৯৯১ জন শিক্ষার্থী। সিলেট বোর্ডে পাসের হার ৮১ দশমিক ৪ শতাংশ, জিপিএ ৫ পেয়েছেন ৪ হাজার ৮৭১ জন। বরিশাল বোর্ডে পাসের হার ৮৬ দশমিক ৯৫ শতাংশ, জিপিএ ৫ পেয়েছেন ৭ হাজার ৩৮৬ জন শিক্ষার্থী।
২০২১ ও ২০২২ সালের ফলাফল তুলনা
বোর্ডের নাম | এ বছর পাসের হার | গত বছর পাসের হার |
সকল বোর্ড গড় | ৮৫.৯৫ % | ৯৫.২৬ % |
রাজশাহী বোর্ড | ৮১.৫১ % | ৯৭.২৯ % |
বরিশাল বোর্ড | ৮৬.৯৫ % | ৯৫.৭৬ % |
কুমিল্লা বোর্ড | ৭০.৭২ % | ৯৭.৪৯ % |
দিনাজপুর বোর্ড | ৭৯.০৬ % | ৯২.৪৩ % |
চট্টগ্রাম বোর্ড | ৭৮.৭৬ % | ৮৯.৩৯ % |
সিলেট বোর্ড | ৭৮.৮২% | ৯৪.৮০ % |
যশোর বোর্ড | ৮১.৪০ % | ৯৮.১১ % |
ময়মনসিংহ | ৮০.৩২ % | ৯৫.৭১% |
মাদ্রাসা বোর্ডে পাসের হার | ৯২.৫৬% | ৯৫.৪৯ % |
কারিগরি বোর্ডে পাসের হার | ৯১.০২ % | ৯২.৮৫ % |