২০২৫ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষায় সারাদেশে পাসের হারে বিপর্যয় নেমে এসেছে। সোয়া ১২ লাখ পরীক্ষার্থীর মধ্যে ফেল করেছে পাঁচ লাখেরও বেশি। ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের মধ্যে সর্বোচ্চ পাসের হার ঢাকায়, আর সবচেয়ে কম পাস করেছে কুমিল্লা বোর্ডের শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল ১০টায় একযোগে ফল প্রকাশের পর বোর্ডভিত্তিক তুলনায় এ তথ্য জানা যায়।
ঢাকা শিক্ষা বোর্ডে পাসের হার ৬৪ দশমিক ৬২ শতাংশ, যা দেশের সর্বোচ্চ। অপরদিকে কুমিল্লা বোর্ডে পাসের হার সর্বনিম্ন ৪৮ দশমিক ৮৬ শতাংশ।
অন্যান্য বোর্ডের মধ্যে রাজশাহীতে ৫৯ দশমিক ৪০ শতাংশ, যশোরে ৫০ দশমিক ২০ শতাংশ, চট্টগ্রামে ৫২ দশমিক ৫৭ শতাংশ, বরিশালে ৬২ দশমিক ৫৭ শতাংশ, সিলেটে ৫১ দশমিক ৮৬ শতাংশ, দিনাজপুরে ৫৭ দশমিক ৪৯ শতাংশ এবং ময়মনসিংহ বোর্ডে ৫১ দশমিক ৫৪ শতাংশ শিক্ষার্থী পাস করেছে।
গড় হিসাবে এ বছর সারাদেশে পাসের হার ৫৮ দশমিক ৮৩ শতাংশ, অর্থাৎ ৪১ দশমিক ১৭ শতাংশ শিক্ষার্থী ফেল করেছে। জিপিএ–৫ পেয়েছে ৬৯ হাজার ৯৭ জন। দেশের ২০২টি শিক্ষা প্রতিষ্ঠানে একজনও পাস করেনি, যেখানে গত বছর এমন প্রতিষ্ঠানের সংখ্যা ছিল ৬৫।
ছাত্রীদের ফলাফল এবারও ছেলেদের চেয়ে ভালো। মেয়েদের গড় পাসের হার প্রায় ৬৩ শতাংশ, আর ছেলেদের ৫৫ শতাংশের কাছাকাছি।
গত ১০ বছরের পরিসংখ্যানে দেখা যায়, ২০১৬ থেকে ২০২৪ সাল পর্যন্ত এইচএসসির পাসের হার ক্রমান্বয়ে ওঠানামা করেছে—২০১৬ সালে ৭৪ দশমিক ৭০ শতাংশ থেকে শুরু করে গত বছর ৭৭ দশমিক ৭৮ শতাংশ ছিল, আর এ বছর তা নেমে এসেছে ৫৮ দশমিক ৮৩ শতাংশে।